![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ শুরু হয়েছিল এসব পরিকল্পনার মধ্য দিয়ে। সে সময় সারাদেশের অর্থনীতি ছিল শোচনীয়ভাবে বিধ্বস্ত। দেশ-বিদেশে অনেকের মনে এ নিয়ে হতাশার সৃষ্টি হয়েছিল। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে অভিহিত করেছিলেন। কয়েক দশক পার হয়ে সেদিনের অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। দেশ-বিদেশের অনেক বিশেষজ্ঞ আমাদের প্রিয় জন্মভূমিকে এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি বলে অভিহিত করেছেন। স্বাধীনতার পতাকাবাহী আওয়ামী লীগের নেতৃত্বে দেশ অনেক প্রতিকূলতার মধ্যে এগিয়ে চলেছে কাংক্ষিত লক্ষ্যের দিকে। বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়েছে গত কয়েকবছর ধরে যাদের মূল লক্ষ্য দেশের অর্থনীতি ধ্বংস ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য থেকে সরে আসেননি। সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা তখন আমাদের দেশে পর পর ৬ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থেকেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নয়া সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি অঙ্গীকার করেছেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে “দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি এনে দেব ইনশাল্লাহ। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের উন্নয়ন বলতে বোঝায় দেশের ৭০ শতাংশ সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন”।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
আহলান বলেছেন: দেশ কিন্তু আসলেই এগিয়ে যাচ্ছে ...এই কথা কেউই অস্বিকার করে না ....