![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকাল ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রান হারায় সহস্র বাঙালী। এরপর গভীর রাতে আটক করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মূলত বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ এবং ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণেই বঙ্গবন্ধু মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার ঘোষণা দেন। তার ভাষণের শেষ কথাটি ছিল “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”। তার এই আহব্বানে সমগ্র বাঙালী জাতি স্বাধীন বাংলাদেশের লক্ষ্য স্থির করে নেই। এ জন্যই বঙ্গবন্ধু বাঙালী জাতির জনক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী।
২| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩
মোঃ শিলন রেজা বলেছেন: বঙ্গ বন্ধু যে বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা এটা মানতে কোন বাধা নাই, তবে কিছু অতি ভক্ত (আসলে সব চোর) নেতা তাকে সম্মান দিতে গিয়ে অন্য কে অস্মমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, প্রকিখান্তরে এখন বঙ্গবন্ধু কেউ ছোট হতে হচ্ছে।
৩| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১০
সাদী ফেরদৌস বলেছেন: "শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত-বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ।
জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।"
--হুমায়ুন আজাদ
৪| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১২
সাদী ফেরদৌস বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪১
যোগী বলেছেন:
কেও যখন বঙ্গবন্ধুর সাথে জিয়া কে তুলনা করে তখনি তাকে থাপড়াইতে ইচ্ছা হয়।