![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিটমহলে বসবাসকারী নাগরিকদের আদমশুমারি বা মাথা গণনার কাজ শুরু হয়েছে। একে কেন্দ্র করে ছিটমহলবাসী উত্সবে মাতোয়ারা। এমন উত্সব ৪৭ বছরে কখনো দেখেনি কেউ। এখন তাদের পরিচয় হবে, তারা দেশ পাবে, পাবে যত নাগরিক অধিকার। আনন্দে আত্মহারা ছিটমহলবাসী।এখন বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল পাবে বাংলাদেশ। এখানে জমি আছে ১৭ হাজার ১৬০ একর এবং মানুষ আছে ৩৭ হাজার ১৮৬ জন। এগুলো বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার অভ্যন্তরে রয়েছে। পক্ষান্তরে ভারত পাবে ৫১টি ছিটমহল, যেখানে জমির পরিমাণ ৭ হাজার ১১০ একর আর মানুষ আছে ১৪ হাজার ৯০ জন।বাংলাদেশের প্রাপ্য ক্ষেত্রে সার্বিক উন্নয়নে এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ছিটমহল ও ছিটমহলবাসীর তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয় ২৫টি দল এবং বাংলাদেশে ৫০টি দল কাজ করছে।
©somewhere in net ltd.