নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ঈদে সড়ক, রেল আর নৌপথে মানুষের যাত্রা ভোগান্তিহীন আর নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ সরকারের

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫

ঈদে সড়ক, রেল আর নৌপথে মানুষের যাত্রা ভোগান্তিহীন আর নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারো নানারকম প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। সাধারণ মানুষের আশঙ্কা সড়কপথে ভয়াবহ যানজট, নৌপথে দুর্ঘটনা আর ট্রেনের জন্য সীমাহীন অপেক্ষায় এবারো যেন ঈদযাত্রা যন্ত্রণাময় না হয়ে ওঠে। আমাদের গুরুত্বপূর্ণ হাইওয়েগুলো এখন ভালো। উত্তরবঙ্গের সব রাস্তা ভালো। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সচেতনতা থাকলে মহাসড়কে কোথাও সমস্যা হবে বলে মনে হয় না। ঈদে যানজট ও ভোগান্তি কমাতে মহানগরীতে প্রবেশ ও বহির্গমনের মূল সড়কগুলোকে বাদ দিয়ে ১০টি বিকল্প পথ ব্যবহার, একই দিনে সব গার্মেন্টস-ফ্যাক্টরি ছুটি না দেয়া, ঈদের কয়েকদিন মহাসড়কে মালবাহী ট্রাক-লরি চলাচল বন্ধসহ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঘরমুখো ও ঢাকা ফেরত মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বা দাবি করতে যেন না পারে সে জন্য ঢাকা মহানগরীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের জন্য পৃথক তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। ওভারলোডিং বন্ধে নদীবন্দরগুলোতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে সমন্বিতভাবে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। নৌবন্দরগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সর্বোপরি সরকারের বিভিন্ন পদক্ষেপে জনগণের ঈদযাত্রা শুভ হবে এটাই সবার প্রত্যাশা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.