নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

যানজট নিরসনে ইস্টার্ন বাইপাস ও পূর্বাচল থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রোরেল-১ নির্মাণের সিদ্ধান্ত সরকারের

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭


যানজট নিরসনে রাজধানীর চারপাশে সার্কুলার সড়ক ও সড়ক নির্মাণ (ইস্টার্ন বাইপাস) ও পূর্বাচল থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রোরেল-১ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ দুটি প্রকল্প নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। জাইকার সদর দফতরে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডমিচি হিডিয়াকির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে জাপান সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে দু’পক্ষ সম্মত হয়। স্ট্র্যটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) সুপারিশ অনুযায়ী প্রথম পর্যায়ে উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এমআরটি-৬ (মেট্রোরেল) প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর প্রকল্পে আর্থিক সহযোগিতায়ও জাইকা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এসটিপি সংশোধন করায় রাজধানীতে যানজট নিরসনে ৬টি প্রকল্পের পৃথক পৃথক নাম দেয়া হয়েছে। এর মধ্যে তিনটি বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি), অপর তিনটি ম্যাস র্যা পিড ট্রানজিট (এমআরটি) অর্থাৎ মেট্রোরেল। প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট নিরসনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮

ওয়াহিদ সাইম বলেছেন: দেড় যুগেরও বেশী সময় ধরে শুধু শুনেই আসছি ইস্টার্ন বাইপাস,মেট্রো রেল হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে,হবে,হয়ে যাচ্ছে এখনো এই সব বাচালতার মধ্যেই রয়ে গেল সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.