নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিনিয়োগ বাড়িয়ে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে মহাকর্মপরিকল্পনা সরকারের

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করে সরকার। এ জন্য বিনিয়োগ বাড়াতে ১৪ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন বর্তমান সরকার। এ বিষয়গুলোকে নতুন বাজেটেও অন্তর্ভুক্ত করেছে। ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য মোট জিডিপির ২৩ শতাংশ বিনিয়োগ হতে হবে। সেই সঙ্গে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য ২০১৭ সালের মধ্যে বিনিয়োগের এ হার ২৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিনিয়োগনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য সপ্তম পঞ্চবার্ষিকীতে ১৪টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর সমন্বয়ে একটি কর্মপরিল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে ২০২১ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার দুই অঙ্কে পৌঁছানো সম্ভব হবে। অগ্রাধিকার সে বিষয়গুলো হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা নিশ্চিত, কর আধুনিকায়ন পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নির্ধারণ কৌশল প্রণয়ন, বাজেটের ভর্তুকি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি-বেসরকারি উদ্যোগ (পিপিপি) ব্যবস্থাকে শক্তিশালী করে বিনিয়োগ বাড়ানো, দেশের মানব সম্পদের উন্নয়ন ও এর সদ্ব্যবহার, তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানো ও প্রণোদনা কাঠামো প্রণয়ন, এ ক্ষেত্রে নতুন নতুন রপ্তানির বাজার সৃষ্টি করা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য-শিক্ষাকেন্দ্রিক সেবা রপ্তানি ক্ষেত্র অনুসন্ধান, চাল ও অন্যান্য খাদ্যপণ্য রপ্তানি এবং কৃষকদের মূল্য সহায়তা প্রদান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ এসব খাতে বৈচিত্র্য আনা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সঠিক কর্মকৌশল নির্ধারণ করা। এসব বিষয়কে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে নিতে চায় সরকার। বর্তমানে দেশে বিনিয়োগের হার ২১ থেকে ২২ শতাংশে ওঠানামা করছে। বেসরকারি খাতের বিনিয়োগ না বাড়ায় এ হার ২৩ বা ২৪ শতাংশে উন্নীত হচ্ছে না। ফলে এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ বাড়িয়ে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে চায় সরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.