নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সারাদেশের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

প্রাথমিকভাবে ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ১৮ লাখ টাকা। দক্ষ খেলোয়াড় তৈরি এবং যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়নে সারাদেশের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে এ উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব স্টেডিয়ামগুলো পরিকল্পিত ও অত্যাধুনিক করার জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে বলেছেন, উপজেলা ও জেলাভিত্তিক প্রতিযোগিতা যতো হবে, সুপ্ত মেধাগুলো ততো বিকশিত হবে। ‘উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দক্ষ খেলোয়াড় তৈরি এবং যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়নে অনেক আন্তরিক। তার নির্দেশে দেশের প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটি করে খেলার মাঠ উন্নয়নের জন্য প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। পুরোপরি সরকারি অর্থায়নের এ প্রকল্পটি জুলাই ২০১৪ থেকে জুন ২০১৬ মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়ন করবে। এসব মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য স্কুল-কলেজের মাঠ ব্যবহার করা হবে না। উপজেলার উপযুক্ত কোনো জায়গায় এ স্টেডিয়াম তৈরি করা হবে। এজন্য সরকারি জমি ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। যে উপজেলায় সরকারি জমি পাওয়া যাবে না সেখানে জমি ক্রয় করা হবে। এসব স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ও অনুশীলনের সুবিধা থাকবে। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, খেলার মাঠ উন্নয়ন, খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম নির্মাণ এবং বসার জন্য আরসিসি বেঞ্চ নির্মাণ করা হবে। বর্তমানে দেশের প্রত্যেক জেলায় স্টেডিয়াম রয়েছে। জেলা পর্যায়ে এ সব স্টেডিয়ামে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। দেশের জনসাধারণের বড় একটি অংশ গ্রামে বসবাস করে। উপজেলা পর্যায়ে ভাল খেলার মাঠ না থাকায় গ্রামের ছেলে-মেয়েরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। ফলে যুবসমাজের একটি বড় অংশ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। তাই দক্ষতাসম্পন্ন খেলোয়াড় তৈরি ও যুবসমাজের শারীরিক এবং মানসিক উন্নয়নের লক্ষ্যে তাদের বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য সরকার খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

ছাসা ডোনার বলেছেন: সাবাস!!!!! খুবই ভাল উদ্দোগ।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬

নুর ইসলাম রফিক বলেছেন: নিশ্চয়ই সুসংবাদ কিন্তু এটা এতো জরুরি কিছু নয়।
এর চেয়েও অনেক জরুরি অনেক কিছু পরে আছে
সরকারের দৃষ্টির বাহিরে অবহেলা আর অবলিলায়।
সে দিক গুলিতে সরকারের আগে নজর দেওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.