নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

রাজধানী রক্ষায় শিল্পকারখানা পর্যায়ক্রমে ঢাকার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

রাজধানী ঢাকাকে বাঁচাতে সকল শিল্পকারখানা ঢাকার বাইরে স্থানান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে ঢাকার সকল শিল্পকারখানা বাইরে স্থানান্তর করা হবে। রাজধানীকে রক্ষায় সকল শিল্পকারখানা ঢাকার বাইরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতায় হাজারীবাগের ট্যানারি শিল্পসমূহ স্থানান্তরের জন্য সাভার উপজেলার কান্দিবৈলারপুর ও চন্দ্রনারায়ণপুর মৌজা এবং কেরানীগঞ্জ উপজেলার চরনারায়নপুর মৌজাধীন ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে শিল্পনগরীতে চামড়া শিল্প-কারখানাসমূহ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা শহরে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীন স্থানে গড়ে ওঠা প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পসমূহকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী এবং মুদ্রণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পুরান ঢাকার কেমিক্যাল মজুদাগার/কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলার সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। একইভাবে ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং এ্যান্ড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প স্থানান্তরের জন্য মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলায় ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং শিল্পনগরী স্থাপনের বিষয়টিও পরিকল্পনাধীন। এ শিল্পনগরীসমূহ বাস্তবায়িত হলে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি বিদ্যমান শিল্পকারখানাও স্থানান্তরের সুবিধা পাবে। তাছাড়া ইতোমধ্যে ঢাকা শহরের অদূরে কেরানীগঞ্জ, ধামরাই, তারাবোতে জামদানি শিল্পনগরী, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটিতে হোঁসিয়ারি শিল্পনগরী স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো পূর্ণরুপে বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা চিরচেনা যানজট কমে আসবে, ঢাকা হয়ে উঠবে একটি আদর্শ আধুনিক আবাস্থল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

খোলা মনের কথা বলেছেন: দেশে নেতাদের যে পরিমান ঝি পোনা গজিয়েছে তাতে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে বিশ্বাস হয় না।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

সাঈক আহসান বলেছেন: খুব ভাল একটা উদ্দোগ । সরকার সঠিক পরিকলপনা করে কাজটা করতে পারলে অনেক ভাল হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.