![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের লাখো যাত্রীর জন্য নৌপথে সরকারের নির্দেশনায় বেসরকারী লঞ্চগুলো স্পেশাল সার্ভিস চালু করবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যে বিলাসবহুল লঞ্চগুলোর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীর চাপ বুঝে স্পেশাল সার্ভিস ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখা হতে পারে। যাত্রীদের নিরাপত্তার জন্য এবারই সর্বপ্রথম বরিশাল নৌবন্দর টার্মিনালে সর্বক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ও অসুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম উপস্থিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসন ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের যাত্রী পরিবহনের জন্য বেসরকারী লঞ্চগুলোর বাইরে এবার বিআইডব্লিউটিসির বহরে সাতটি বড় নৌযান থাকবে। সরকারী নৌযানগুলোও ২১ সেপ্টেম্বর থেকে স্পেশাল সার্ভিস চালু করবে। এগুলো ঢাকা থেকে হুলারহাট পর্যন্ত ভায়া চাঁদপুর, বরিশাল ও ঝালকাঠীর যাত্রী পরিবহন করবে। এছাড়া উপকূলের রুটগুলোতে সী-ট্রাকের স্পেশাল সার্ভিস ছাড়াও ডাবল ট্রিপ দিতে বলা হয়েছে। এবার নৌমন্ত্রনালয়ের ১৫টি নিয়মিত লঞ্চের সাথে ২/৩টি লঞ্চ যাত্রীসেবায় স্পেশাল সার্ভিস যুক্ত হবে। সাথে থাকবে গ্রীণ লাইন নামের যাত্রী পরিবহনকারী অত্যাধুনিক দুটি নতুন ওয়াটার ওয়েজ। ঈদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই এমন উদ্যেগ নিয়েছে সরকার।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করছে বেসরকারি কোম্পানীর এমভি গ্রিন লাইন নামের দুটি জাহাজ। গত ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটির উদ্বোধণ করেন। দিবা সার্ভিসের জন্য গ্রিন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমভি গ্রিন লাইন-২ ও এমভি গ্রিন লাইন-৩ আগামি ৮ সেপ্টেম্বর উদ্বোধণ করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকেল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রিন লাইন-২ ও এমভি গ্রিন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।