নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান উৎসই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

সারা দেশে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে। এবার মেলা থেকে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকার কর আদায় হয়, যা গত বছরের চেয়ে ৩৬০ কোটি টাকা বেশি। গত বছর মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এদিকে গতকাল মেলার শেষ দিনেও ছিল করদাতাদের ব্যাপক ভিড়। তাদের মধ্যে উৎসাহও ছিল ব্যাপক। মেলা শেষ হওয়ার নির্ধারিত সময় বিকেল পাঁচটার পরও কয়েক শ করদাতা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন। এ ছাড়া সারা দিনই মেলায় করদাতাদের বেশ সমাগম ছিল। ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সাতটি বিভাগীয় শহর সাত দিন, সব জেলায় চার দিন ও ৮৬টি উপজেলায় এক থেকে দুই দিন কর মেলা অনুষ্ঠিত হয়। কর মেলায় ইটিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী জমা, পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা দেওয়া হয়েছে। কর পরিশোধের জন্য ব্যাংকের বুথ ছিল মেলার প্রাঙ্গণে। ২০১০ সালে ঢাকা ও চট্টগ্রামে প্রথমবারের মতো কর মেলা অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছরই মেলা আয়োজন করে আসছে এনবিআর। প্রতিবছরই কর মেলার পরিধি বেড়েছে। এ বছরই প্রথম উপজেলা পর্যায়ে কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান উৎসই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম। যথাযথ আয়কর প্রদানের মাধ্যমে সাংবিধানিক বাধ্যবাধকতা তথা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে। এ জন্য সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তিকে সঠিকভাবে আয়কর প্রদান করা উচিত।দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং মজবুত করতে এর বিকল্প আছে বলে মনে হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.