নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়তে কর্ণফুলীর তলদেশ দিয়ে দেশের প্রথম টানেল নির্মানের সিদ্ধান্ত

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯


বহু প্রতীক্ষার পর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কর্ণফুলীর তলদেশে প্রস্তাবিত টানেল নির্মাণের কাজ ২০২০ সালের মধ্যে শেষ করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন মেয়াদকাল ২০২০ সাল ধরা হলেও তা ২০১৯ সালের মধ্যেও শেষ হতে পারে। কর্ণফুলী টানেল নির্মাণের কাজ দ্রুত শেষ করতে পদ্মা সেতুর মতো গুরুত্ব দেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, কর্ণফুলী নদীর পূর্বতীর ঘেঁষে গড়ে উঠা শহরে সঙ্গে ডাউন-টাউনকে যুক্ত করা এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই গত ২০১৩ সালে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। ৩৪০০ মিটার দৈর্ঘ্যর এ টানেল চট্টগ্রাম বিমানবন্দর থেকে কর্ণফুলী নদীর দুই কিলোমিটার ভাটির দিকে নেভাল একাডেমির কাছে এবং সিইউএফএলের কাছে বাহির পথ নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশে নদী তলদেশের প্রথম টানেল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল খবর। খুশি হইছি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১

উল্টা দূরবীন বলেছেন: নদীর প্রবাহ বিঘ্নিত হবে কিনা এ ব্যাপারে কিছুই বলা হয়নি।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো খবর । তবে আশা করি পরিবেশের দিকটাও বিবেচনায় নেয়া হয়েছে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

জসিম বলেছেন: আমাদের দেশে ঘোষনা আর প্রচারণা একটা বড় বিষয়. কাজের বেলায় গিয়ে দেখা যায় আসল চেহারা. নানা ঝামেলায় কাজ পিছানো থেকে শুরু করে, অনিয়ম, টাকার বরাদ্দ বাড়াও, নতুন করে খরচ বাড়ে, দল ক্ষমতায় না থাকলে তো আরো সমস্যা, তখন আবার সবকিছুই বদলে যায়. আশার কথা হলো, এতকিছুর পরও হবে, হচ্ছে এটাই বড় বিষয়.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.