![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিহীন অসহায় মানুষদের পুনর্বাসিত করার লক্ষে গড়ে তোলা হচ্ছে গুচ্ছগ্রাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নামের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারী উদ্যোগে এখন পর্যন্ত মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন ৮৩ হাজার ১৫২টি পরিবারের প্রায় ৫ লাখ মানুষ। আদর্শগ্রাম-১, আদর্শগ্রাম-২ এবং গুচ্ছগ্রাম নামের প্রকল্পের মাধ্যমে এসব । নতুন করে আরও প্রায় ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষের ঠিকানা গড়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দুস্থ ও ক্ষতিগ্রস্ত আশ্রয়হীন ভিটেমাটি সহায় সম্বলহীন মানুষদের একটি স্থায়ী আবাস গড়ে দিতে খাস জমিতে পুনর্বাস কার্যক্রম শুরু করা হয়। গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষদের পাশে সহায়তা হাত বাড়িয়ে দিচ্ছে সরকার। নিঃস্ব মানুষগুলো তাদের একটি ঠিকানা পাবে। মাথা গোঁজার ঠাঁই পাবে। শুধু তাই নয় তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে নেয়া হবে নানা কর্মসূচী। এর মাধ্যমে মানুষগুলোর একটি স্থায়ী আবাস সৃষ্টি হবে। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, খাসজমিতে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় বসতভিটা উঁচুকরণ, পুকুর খনন, পুনঃখনন ও সংযোগ রাস্তা নির্মাণ করা, প্রতিটি পরিবারে জন্য ৩০০ বর্গফুটের পিলার স্পেশ বিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষ বিশিষ্ট ঘর এবং পাঁচ রিং বিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন তৈরি করা, নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন প্রকার গভীর-অগভীর নলকূপ/রিংওয়েল/পন্ডস্যান্ড ফিল্টার ইত্যাদি স্থাপন, পুনর্বাসিত পরিবারসমূহের মাঝে বিআরডিবির মাধ্যমে আয়বর্ধনমূলক কর্মকান্ড পরিচালনা, প্রতিটি গুচ্ছগ্রামে অন্তত একটি করে মাল্টিপারপাস হলো নির্মাণ এবং আদর্শগ্রাম প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত গ্রামসমূহের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ফলে পুনর্বাসিত পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য শিক্ষা, আয় বর্ধনমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ, নিরাপদ সুপেয় পানি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি হবে, যা সার্বিকভাবে দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
শেখ মফিজ বলেছেন: দরিদ্র মানুষের কাছে টাকাটাই সব ।
এর আগে গ্রামে চলো নামে একটি প্রকল্প হয়েছিল ।
এসব ক্ষেত্রে দেখা ষায় মানুষটি নগদ অর্থে র জন্য
তার অংশটুকু অন্যজনকে দিয়ে যায় ।