নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জলে আগুন জ্বলে

বালক ভুল করে পড়েছে ভুল বই , পড়েনি ব্যাকরণ পড়েনি মূল বই

দস্যু রত্নাকর

ছাত্র জীবনের একসময় সক্রেটিস , প্লেটো , রুশো , মার্ক্স এর দর্শনের প্রেমে পড়েছিলাম । এখন প্রতিদিন সক্রেটিস , প্লেটো , রুশো , মার্ক্স এর দর্শন পড়িয়ে সেই আনন্দটা ধরে রেখেছি ।

দস্যু রত্নাকর › বিস্তারিত পোস্টঃ

চার্বাক দর্শন : বিশুদ্ধ জড়বাদী দর্শন ... ( ঋণ করে হলেও ঘি খাও , এই নীতিতে বিশ্বাসী যাঁরা )

০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২১

ভারতীয় দর্শনসমূহের মধ্যে একমাত্র চার্বাকই বিশুদ্ধ জড়বাদী দর্শন । এই মতবাদ অনুসারে অচেতন জড়পদার্থই একমাত্র সত্তা এবং মন , প্রাণ , চৈতন্য প্রভৃতি জগতের সব বস্তুই জড়

পদার্থ হতে তৈরী । এই মতের অনুসারীরা আত্মা ও ঈশ্বরে বিশ্বাস করেন না ।



চার্বাক দর্শন সম্পর্কে প্রামানিক কোন গ্রন্হ (Authentic book) না পাওয়া গেলেও এই দর্শন যে একটি অতি প্রাচীন মতবাদ এ বিষয়ে কোন সন্দেহ নাই । কারণ বেদে , রামায়ন-মহাভারত এবং বৌদ্ধ দর্শনের স্হানে স্হানে এই মতবাদের উল্লেখ পাওয়া যায় । তাছাড়া ভারতের অন্যান্য দার্শনিক সম্প্রদায় এই চার্বাক দর্শনের মত খন্ডন করতে গিয়ে যে ব্যাখা দিয়েছেন সেখান থেকেও চার্বাক দর্শন এবং এর প্রাচীনত্বের প্রমান পাওয়া যায় । চার্বাক দর্শনের সিদ্ধান্তগুলি দর্শনের ক্ষেত্রে স্বীকৃত না হলেও জড়বাদ একটি বিশিষ্ট দার্শনিক মতবাদ বলে চার্বাক দর্শন

ভারতীয় দর্শনের ইতিহাসে উল্লেখযোগ্য স্হান দখল করে আছে । এমনকি পাশ্চাত্য দর্শনের উপর এর প্রভাব প্রতীয়মান হয় । এছাড়া উনবিংশ শতকের প্রত্যক্ষবাদ (Positivism) প্রভৃতি অনেক দার্শনিক মতবাদের উপর চার্বাক দর্শনের প্রভাব দেখা যায় । ইপিকারাস (Epicurus) এর সুখবাদের (Hedonism) সাথে চার্বাক দর্শন এর অনেক মিল আছে ।





চার্বাক দর্শনের মূল গ্রন্হ এখনো পাওয়া যায়নি বলে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে , এ সম্পর্কে মতভেদ লক্ষ্য করা যায় । কেউ কেউ বলেন প্রাচীন কালে চার্বাক এক ঋষি ছিলেন ; তিনিই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা । আবার কারো মতে চর্ব ধাতু থেকেই চার্বাক শব্দটির উৎপত্তি । চর্ব ধাতুর অর্থ চর্বণ বা খাওয়া । এই দর্শন খাওয়া দাওয়াকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে । তাই এ দর্শনের নাম চার্বাক দর্শন । আর একদলের মতে চা্বাক শব্দের অর্থ চারু+বাক্ , অর্থাৎ মধুর কথা । এই দর্শনের কথাগুলো খুবই মধুর , যেমন-ঋণ করে হলেও ঘি খাও , যতদিন বাঁচো সুখে বাঁচো । ( ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ , যাবৎ জীবেৎ সুখং জীবেৎ ) ।



আবার কারো মতে অসুরগনকে ধ্বংস করবার জন্য লোক-পুত্র বৃহস্পতি অসুরদের মধ্যে এই ভোগমূলক বা জড়বাদী দর্শনের প্রচলন করেছিলেন । চার্বাক শব্দের অর্থ যাই হোক না কেন বা যিিই এর প্রতিষ্ঠাতা হোক না কেন চার্বাক দর্শন বলতে জড়বাদী নাস্তিক দর্শনকেই বুঝায় । সাধারন মানুষের কাম্য হলো জাগতিক সুখভোগ , এই দর্শনের মতেও জীবনের চরম লক্ষ্য সুখভোগ । সুতরাং দেখা যাচ্ছে সাধারন লোকের চিন্তা ও ভাবধারা এই দর্শন তুলে ধরেছে । এ কারনে এ দর্শনের অপর নাম লোকায়ত দর্শন ।







চার্বাক দর্শনের মতে প্রত্যক্ষই (Perception) একমাত্র প্রমান অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের উপায় । চার্বাক দর্শন অনুমান ও শব্দকে প্রমাণরুপে গ্রহন করে নাই । অনুমান (Inference) ও শব্দের (Testimony) দ্বারা কোন নিঃসন্দিগ্ধ ও যথার্থ জ্ঞান লাভ করা যায় না । চার্বাকপন্থীরা বলেন যা ইন্দ্রিয়প্রত্যক্ষ লব্ধ নয় তা বিশ্বাসযোগ্য নয় । যে বস্তুকে ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা যায় বা অনুভব করা যায় , একমাত্র সে বস্তুরই অস্তিত্ব স্বীকার করা যায় ।







চার্বাকগণ বলেন , ইন্দ্রিয়ের সাহায্যে আমরা জড়জগৎকে প্রত্যক্ষ করি । এই জড়জগত ক্ষিতি (Earth) অপ (Water) তেজ (Fire) মরুৎ (Air) এই চার ভূতের দ্বারাই গঠিৎ । চার্বাকগণের মতে চন্দ্র , সূর্য , গ্রহ , নক্ষত্র , বৃক্ষ , লতা সহ জগতের যাবতীয় বস্তু , এমনকি মানব দেহও এই চারি ভূতের সমন্বয়ে গঠিত এবং তাহাদের বিয়োগের ফলে বিনষ্ট হয় । চার্বাকগণ চেতনার (Consciousness) অস্তিত্ব স্বীকার করেন ; কারন চেতনা দেহের ধর্ম এবং ইন্দ্রিয়গ্রহ্য । এখন প্রশ্ন হলো ক্ষিতি অপ তেজ মরুৎ এই চারি ভূতের কোনটিতেই যখন চেতনা নাই , তবে এই চারি ভূতের সংমিশ্রনে সৃষ্ট দেহে চেতনা আসবে কেমন করে ?



“অত্র চত্বারি ভূতানি ভূমিবার্য্যনলানিলা



চতুর্ভ্য: খলুর্ভূতেভ্যশ্চৈতন্যমুপজায়তে।“






এর উত্তরে চার্বাক গণ বলেন , উক্ত চারিভূতের কোনটিতেই চেতনারুপ না থাকলেও চারিভূতের নির্দিষ্ট পরিমান সংমিশ্রনের ফলে এইগুনটি তৈরি হতে পারে । যেমন – পান , সুপারি ও চুন এই তিনটি বস্তুর ভিতর কোনটিরই লাল রং নেই । তবু এই তিনটি বস্তুকে একসাথে চর্বন করলে লাল রং দেখা যায় । তাঁহার বলেন , দেহ ছাড়া চেতনারুপ গুনের ভিন্ন সত্তা নাই । এবং দেহ ধ্বংস হওয়ার সাথে সাথে চেতনা গুনটি নষ্ট হয়ে যায় । তাঁদের মতে চৈতন্যবিশিষ্ট দেহই হলো আত্মা । দেহ ছাড়া আত্মার কোন সত্তা নাই এবং অভৌতিক আত্মা বলেও কিছু নাই । অর্থাৎ আত্মা ও দেহ অভিন্ন ; দেহ বিনষ্ট হলে আত্মাও বিনষ্ট হয় । সুতরাং চার্বাকদের মতে আত্মার অমরতার প্রশ্ন অবান্তর ।





মানুষের বর্তমান জীবনই একমাত্র জীবন । পরজন্ম বলে কোন কিছু চার্বাকগণ বিশ্বাস করেন না । কারন পরজন্মের অস্তিত্বের কোন প্রমান নেই । সুতরাং মৃতুর পরেও মানুষকে তার কুকর্মের জন্য দুঃখভোগ এবং সুকাজের জন্য মানুষ সুখভোগ করবে – এইসকল কথা তাঁদের মতে অর্থহীন ।

“পরলোকিনোহ ভাব-পরলোকাভাব: ।“





ভগবানের কাহিনী পৌরনিক গল্প ছাড়া আর কিছুই নয় । সুতরাং পরজন্মে সুখভোগের জন্য ঈশ্বরকে তুষ্ট করার জন্য তাঁর পূজা অর্চনা করা বোকামী মাত্র । তাঁরা বলেন ধূর্ত পুরোহিতদের বিশ্বাস কতরা মানুষের উচিত নয় ; কারন পুরোহিতগণ নিজেদের জীবিকা অর্জনের জন্য ঈশ্বরের পূজা করার জন্য মানুষকে প্রলুব্ধ ও প্ররোচিত করে । মৃত ব্যাক্তির শ্রাদ্ধকৃত্যাদির কোনো ফলই নেই, ইহা শুধু ব্রাক্ষণদের রোজগারের পথ।



“ততশ্চ জীবনোপায়ো ব্রাক্ষনৈর্বিহিতস্থিত।“



মৃতানাং প্রেতকার্য্যানি নত্বন্যদ্বিদ্যতে ক্কচিৎ।।“




চার্বাক আরও বলেছেন ভন্ড, ধুর্ত, নিশাচর তারাই বেদের কর্তা।



“ত্রয়োবেদস্য কর্ত্তারো ভন্ডধুর্ত নিশাচরা:।“



বেদও এই প্রতারক পুরোহিতদের সৃষ্টি । সুতরাং চার্বাকগণের মতে বেদকে বিশ্বাস করা মানুষের উচিত নয় ।

জড়বাদী চার্বাকদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমান এবং যাহা প্রত্যক্ষগোচর নয় তাহার অস্তিত্ব নাই । যেহেতু ঈশ্বর প্রত্যক্ষগোচর নয় , সেহেতু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা যায় না । তাঁরা আরো বলেন , ক্ষিতি , অপ , তেজ ও মরুত্ এই চার রকমের জড় উপাদানের স্বাভাবিক পরিনতিই হলো জগৎ , অর্থাৎ চতুর্ভূতের স্বাভাবিক মিশ্রণের ফলেই জগতের সৃষ্টি হয়েছে । তাই জগত স্রষ্টারুপী ঈশ্বরের অনুমান করার কোন প্রয়োজন নাই ।





ভারতীয় দার্শনিকগণের মধ্যে অনেকেই আত্মার মুক্তি বা মোক্ষ লাভকে মানব জীবনের পরম কল্যান তথা চরম লক্ষ্য বলে অভিহিত করেছেন । কিন্তু চার্বাকগণ বলেন , আত্মারই যেখানে কোন সত্তা নাই সেখানে আত্মার মুক্তির প্রশ্ন অবান্তর মাত্র । তাঁদের মতে ইন্দ্রিয়-সুখই মানুষের পরম কল্যান । তাই এই ইন্দ্রিয়-সুখই তাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত । চার্বাকগণ আরো বলেন , অতীত চলে গেছে , ভবিষ্যৎও অনিশ্চিত , কেবল বর্তমান মানুষের আয়ত্বে আছে । সুতরাং বর্তমান জীবনে মানুষ যে উপায়েই হোক , যত বেশি সুখ করতে পারে তা করা উচিত । দুঃখমিশ্রিত বলে বা অন্য কোন কারনে বর্তমান সুখকে বিসর্জন দেয়া মানুষের পক্ষে মূর্খতা ।







আপাত দৃষ্টিতে মনে হয় দর্শন হিসেবে চার্বাক মতের বিশেষ কোন মূল্য নাই এবং এই মত সর্বাংশে নিন্দনীয় ও বর্জনীয় । কিন্তু বাস্তবিক পক্ষে এই মত একেবারে মূল্যহীনও নয় এবং তেমন নিন্দনীয়ও নয় । চার্বাক দর্শন কুসংষ্কার , অন্ধবিশ্বাস ও অর্থহীন প্রচলিত রীতি নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছে । এই বিদ্রোহ ভারতবর্ষে নির্বিচার দর্শনের ভিত্তি উৎপাটিত করে সবিচার দর্শনের ভিত্তি রচনা করেছে । এই দর্শন সাধারন মানুষকে আত্ম-নির্ভরতার পথ দেখিয়েছে । দর্শনে যে অবিচারিত তত্ব ও মতের স্হান নেই চার্বাক দর্শন তা পতিপন্ন করতে সক্ষম হয়েছে । স্বার্থান্বেষী ব্রাহ্মণদের ষড়যন্ত্রকে চার্বাক দর্শন কঠোর আঘাত করেছে । এখানেই এ দর্শনের সার্থকতা ।





তথ্যসূত্র:

ভারতীয় দর্শন - অর্জুনবিকাশ চৌধুরী

ভারতীয় ধর্ম ও দর্শন - ড রমেন্দ্রনাথ ঘোষ

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৬

যে আছো অন্তরে বলেছেন: অনেকদিন পর চার্বাক দর্শনের কথা মনে পড়ল। এই দর্শন নিয়ে বিশাল এক স্ক্রিপ্ট মুখস্থ করতে হইসিল কলেজে। আপনাকে ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮

দস্যু রত্নাকর বলেছেন: ধন্যবাদ ভাই । আমারও আপনার মতো অবস্হা হয়েছিল একসময় ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: বাহ!!


এই দর্শনের কথা শুনেছিলাম।

এত কিছু জানানোর জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০

দস্যু রত্নাকর বলেছেন: ধন্যবাদ আপু ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: দস্যু রত্নাকর,
সংগ্রহে রাখার মতো করে লিখেছেন । তাই প্রিয়তে রাখলুম ।
ধন্যবাদ এতো এতো নির্গন্ধের মাঝে একটু সুগন্ধি কিছু পেলাম বলে ।

০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫০

দস্যু রত্নাকর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

তবুও আশা করছি ব্লগের এই অসুস্হধারা বেশিদিন থাকবেনা । ব্লগ আবার সুপথে চলবে

৪| ০৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪১

সাইফুলহাসানসিপাত বলেছেন: বড় কঠিন আলোচনা । :( :( :(

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯

দস্যু রত্নাকর বলেছেন: একটু কঠিনই হয়তো :( :( :(

৫| ০৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৭

ছাইরাছ হেলাল বলেছেন:

এ বিষয়ে এই প্রথম জানলাম ।

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১

দস্যু রত্নাকর বলেছেন: প্রিয় হেলাল ভাই , পড়ার জন্য ধন্যবাদ

৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
কিছু ধারনা ছিল ......
ধারনাটা আরো সমৃদ্ধ হলো.......

শুভকামনা প্রিয় ব্লগার.....

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২

দস্যু রত্নাকর বলেছেন: প্রিয় জিসান মামা , ভালো থাকবেন সবসময় ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯

সায়েম মুন বলেছেন: ঋণ করে হলেও ঘি খাও---এইটা চার্বাক দর্শনের কথা আজ জানলাম। জানা হলো চার্বাক দর্শন সম্পর্কে। শেয়ারের জন্য ধন্যবাদ রইলো।

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৩

দস্যু রত্নাকর বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৯

রোকন রাইয়ান বলেছেন: পড়া শুরু করলাম...
শেষ হলে মন্তব্য করব..

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪

দস্যু রত্নাকর বলেছেন: ভাই আপনার পড়া কতদূর এগুলো ????

৯| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪

শিপু ভাই বলেছেন: এ বিষয়ে এই প্রথম জানলাম ।
জেনে ভাল লাগল। জ্ঞান ভান্ডার আরেকটু বড় হল।
থ্যাঙ্কু

কে কয় সামুতে ভালো পোস্ট আসে না!!!!

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১২

দস্যু রত্নাকর বলেছেন: ধন্যবাদ শিপু ভাই
আশা করছি সামুর সুদিন আবার ফিরবে ।
আপনার জন্য শুভকামনা ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩

নষ্ট কবি বলেছেন: এটা নিয়ে অনেক লেখা পড়া করেছি থিসিসের সময়

চার্বাক ঋষীর কথাটাই সত্য।
কারন চার্বাক মানে হল সকল ত্যাগ তিতিক্ষার বিরোধী কিছু

আজকাল অনেকেই নাস্তিক সাজে
সেই বেদের যুগে বেদ কে অস্বীকার করেছিলেন চার্বাক
সেই থেকে নাস্তিক্যবাদের জন্ম

১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭

দস্যু রত্নাকর বলেছেন: ধন্যবাদ কবি । এই প্রতিবাদী কন্ঠের মানুষগুলোর প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা

১১| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫

মাহী ফ্লোরা বলেছেন: মন শান্ত করে যখন এ পোস্ট পড়ছি তখন ভাল লাগা না দিয়ে যাবার উপায় নেই। চর্বাক দর্শন সম্পর্কে জেনে ভাল লাগছে।এই দর্শন সাধারন মানুষকে আত্ম-নির্ভরতার পথ দেখিয়েছে । এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে!

আপনার প্রতিটা পোষ্ট পড়ার পরই আপনা থেকেই ধন্যবাদ শব্দটা বের হয়ে আসে। আমি কি করব!

১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০০

দস্যু রত্নাকর বলেছেন: মাহী আপু আপনার কবিতার কিন্তু আমি একজন মুগ্ধ পাঠক । ভালো থাকবেন সবসময়

১২| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩১

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৯ম ভাললাগা!!



দারুণ জিনিস জানলাম !!

১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০১

দস্যু রত্নাকর বলেছেন: চয়ন ভাই অনেক অনেক ধন্যবাদ

১৩| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫১

ডেভিড বলেছেন: ঋনং কৃত্বা ঘৃতং পিবেত, যাবত জীবন সুখং জীবেত - (একটু এদিক ওদিক হইলেও হইতে পারে) -

চার্বাকরা এত আগেও যেরুপ মুক্ত চিন্তা ও বুদ্ধির চর্চা করতেন তা এই আধুনিক যুগেও ভাবা যায়না। আর স্বাভাবিকভাবেই মুক্তবুদ্ধি, যুক্তির প্রসার মানে ক্ষমতালোভীদের জন্য বড় ধরনের আঘাত - আর এ কারণেই চার্বাক দর্শনের অবলুপ্তি।

ভালো লাগলো চার্বাক দর্শন অনেকদিন পর একটু ঝালাই করার সুযোগ পেয়ে

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

কামাল প্রেমভরোসা বলেছেন: ভাল লাগলো্‌ চালিয়ে যান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.