নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর ওসমানএকজন নিরাপদ ব্লগার ,তিনি লাশের সাথে বসবাস করছেন ।

ডক্টর ওসমান

ডক্টর ওসমান, পি. এইচ. ডি. ইন মানবতা এন্ড শান্তি ফ্রম ইউনিভার্সিতা দি ধাক্কা। বিনম্র এক অপদার্থ।গুড ফর নাথিং ।

ডক্টর ওসমান › বিস্তারিত পোস্টঃ

প্রতারিত হবার ভয়ে এগুতে পারছিনা।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

অরিজিনাল সেগুন কাঠ দিয়ে পছন্দ মত ফার্নিচার বানাইতে চাই। প্রতারিত হবার ভয়ে এগুতে পারছিনা। সাহায্য করুন কোনো ভাই/বোন।



ঢাকার রোকেয়া সরণি, শাহজাহানপুর ও পুরান ঢাকার বেশির ভাগ দোকানে বিক্রি হওয়া আসবাবের প্রায় সবই অপরিপক্ব ও সেগুন বলে চালানো অন্য কাঠের তৈরি।



বার্মা টিকের প্রতি ঘনফুটের (সিএফটি) দাম ৪ থেকে ৭ হাজার টাকা। চট্টগ্রামের সেগুনের দাম আড়াই থেকে ৩ হাজার টাকা। আর মধুপুর ও যশোরের প্রতি ঘনফুট সেগুন কাঠ বিক্রি হয় দেড় থেকে ২ হাজার টাকায়। দামের এ ভিন্নতার কারণে চট্টগ্রামের সেগুনকে অনেকে বিক্রি করছেন বার্মা টিক নাম দিয়ে। মধুপুর ও যশোরের সেগুন বিক্রি করছেন চট্টগ্রামের সেগুন বলে। এছাড়া ইপিল ইপিল ও আকাশি কাঠকে সেগুন নামে প্রচার করা তো পুরনো রেওয়াজ। বর্তমানে প্রতি ঘনফুট আকাশি কাঠের দাম ১ হাজার থেকে ১ হাজার ৪০০ ও ইপিল ইপিল ৭০০ থেকে ১ হাজার ১০০ টাকা।



ঢাকার শেওড়াপাড়া, কাজীপাড়া, গুলশান ও স্টেডিয়াম মার্কেটের আসবাবের দোকান ঘুরে দেখা যায়, কাঠের আসবাব বলতেই সেগুনের। সব দোকানিই তাদের আসবাব চট্টগ্রামের সেগুন কাঠের বলে বিক্রি করছেন।



কোনটা আসল আর কোনটা নকল তা চিনে নেয়া সাধারণ ক্রেতার পক্ষে সম্ভব হয় না। আসল ভেবে অনেকেই নকল ও অপরিপক্ব সেগুন কাঠের আসবাব কিনে বাড়ি ফেরেন, কিছুদিন পরই যা নষ্ট হয়ে যায়। তখন আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকে না ক্রেতার।

তথ্য সুত্র : দৈনিক বণিক বার্তা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

নিলু বলেছেন: এ সবের মাঝেই বাঁচতে হবে

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

ডক্টর ওসমান বলেছেন: নিলু ভাই ঠিক ই বলেছেন, কিন্তু ভাই আসলেই আমার একটা ভালো পরামর্শ দরকার। কি যে করি ঠিক বুঝে উঠতে পারছিনা। :(

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

এহসান সাবির বলেছেন: আসল নকল বোঝা দায়.....

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

ডক্টর ওসমান বলেছেন: এহসান সাবির ভাই নকলের ভিড়ে আসল ই নকল মনে হয়। :p

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

প্রসন্নআমি বলেছেন: এত কিছু তো বুঝিনারে ভাই,চিটাগাং থাকাকালীন যা বানানোর বানিয়ে নিয়েছি । :-P

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

ডক্টর ওসমান বলেছেন: আগে কিনেছেন তো জিতে গিয়েছেন বস। ধন্যবাদ মন্তব্যের জন্যে।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

তিক্তভাষী বলেছেন: কাঠমিস্ত্রি সাথে নিয়ে স'মিলে যান। পরীক্ষা করে সেগুন কাঠ কিনে টুকরো করে আনুন। তারপর আসবাবপত্র বানান।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

ডক্টর ওসমান বলেছেন: তিক্তভাষী অনেক মিষ্টি আর যথাউপযুক্ত পরমর্শের জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে বস।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৬

রিফাত হোসেন বলেছেন: আমি বুঝিও না, চিনিও না তবে ব্রেন্ড এর দোকানে যা বলে তাই বুঝলাম। আমার ঠিক মনে নাই, পারটেক্স, আম্বার এ পাবেন। আমি ফ্ল্যাট এর জন্য দুইটি দরজা সেখান থেকে এনেছি। সলিড কাঠ ছিল।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৮

রিফাত হোসেন বলেছেন: আমি জানি না। তারা দরজা ছাড়া শুধু কাঠ সরবরাহ করে কিনা। জিজ্ঞাসা করতে পারেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.