![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কবিতার খুব দরকার,
যার বুকের ভেতর মুক্তির রেশ মাখা;
এলমেলো কিছু শব্দের স্তূপে,
গদ্যের মাঝে ছন্দের লেশ আঁকা।
একটা নিষ্কলঙ্ক ভাবনার যানজট,
দিতে পারে খুলে দ্বিধার ধুম্রজাল;
নিষ্পাপ কিছু শব্দের প্রয়োজন,
যারা বৃষ্টির মত সাবলীল স্বচ্ছল।
একই রকম জীবনের হাহাকার,
কবিতা'ই ঢেকে দেবে তার চিৎকার-
অনায়াসে অবকাশে।
কায়ক্লেশে বেঁচে থাকা,
মুছে দিতে পারে প্রেয়সীর মত হেসে।
মধ্যরাত্রে ছন্দের ঝাপটায়,
হঠাৎ নতুন কবিতা মেলবে পাখা-
মুক্তির ঠিকানায়;
শিখিয়ে দেবে সে কিভাবে বাঁচতে হয়,
একটা কবিতার খুব প্রয়োজন;
"যার শব্দের মাঝে নেই কোন পরাজয়।"Dr.Devil
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে স্বাগতম।
শুভ কামনা রইলো।
হ্যাপি ব্লগিং।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
হাবিব বলেছেন: হ্যাপি ব্লগিং.........
সুন্দর হয়েছে........
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
পবিত্র হোসাইন বলেছেন: হেলাল হাফিজ !!!
বাহ্ !!! অনেক ভালো হয়েছে !!!
লিখতে থাকেন।