নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর ডেভিল

ডক্টর ডেভিল › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮


ছোট্টবেলায় আমার ভেতর কেউ কি ছিল?
হয়তো ছিল,নয় ছিল না;
এসব নিয়ে ভাবতামই না;
ভাব-বারই'বা সময় কোথায়?
আমার তখন সবকিছুকে জানার সময়।
নিজের ভেতর যেন একটা জোয়ার ছিল,
যা পেয়েছি,সবকিছুকেই সঙ্গে নিয়ে-
সময় স্রোতে ভাসিয়ে দিলাম,
এইতো সেদিন কৈশরে এক পা বাড়ালাম,
একই সময় ছোট্টবেলাকেও হারালাম।

কৈশরে মন অনুভূতির স্পর্শ পেল,
নতুন নতুন স্বপ্ন পেল,ভাবনা এল;
বয়ঃপ্রাপ্তির সাথে সাথে নতুন একটা প্রাপ্তি হল,
আমার ভেতর অন্য 'আমি' !
সেই আমিকে সঙ্গী করে ভবিষ্যতে যেই দাড়ালাম;
হঠাৎ করেই যৌবনে এক পা বাড়ালাম।

যৌবনে সেই 'আমি'র জন্য পাগল হয়ে-
সবার কথা ভুলেই গেলাম,
স্বার্থপর এই 'আমি' তখন,
তিল পরিমান সুখ ছাড়ি না;
নিজে ভালো থাকার নেশায়,অন্য কারোর ধার ধারি না।
আত্মভোলা 'আমি' যেন একাই রাজা নিজভূবনে,
আত্মসুখী হওয়া ছাড়া,
কি ছিল আর সেই জীবনে?

এমন সময় হঠাৎ করে,
জীবনে মোর কি কাল এল?
বুঝতেই যে আর পারি না,
এখন আমার সকাল,নাকি বিকাল হল?
যাইবা করি,নিজের জন্য আর করি না;
সবার কথা ভাবতে গিয়ে,
শুধু নিজের ধার ধারি না।
আত্মকেন্দ্রিক সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেল?
অদৃশ্য কেউ 'জীবন' নামের শব্দটাকে নাড়িয়ে দিল।
হঠাৎ করে জীবনে যে কি কাল এল
বুঝতেই তো আর পারি না,
এখন আমার সকাল নাকি বিকাল হল।(Devil)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.