![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনশুন্য দ্বীপের কোণে একটা তাসের ঘর,
একলা বসে স্বপ্ন দ্যাখে উদাস যাযাবর।
অমানুষ না মানুষ হবে?
একটাই তার স্বপ্ন,
আত্মভোলা মাতাল কবি আত্মপ্রেমে মগ্ন।
একই দ্বীপের অন্যপাশে বিরাট রাজপ্রাসাদে,
জনমদুখী আমীর রাজা আপনমনে কাঁদে,
সবই আছে,তবু রাজার কিসের এত দুঃখ?
তা জানেনা,তবে বোঝে কারন অতি সুক্ষ্ম।।
তৃতীয় কোণে শেষ সীমানায়,
দ্বীপের উপকূলে,
আধমরা গাছ ছেয়ে গ্যাছে সৌভাগ্যের ফুলে,
বহু বছর পরে।
মুচকি হেসে উপরওয়ালা
কহেন মাথা নেড়ে,
যাবে কাহার ঘরে?
এই অধিকার দিলাম আমি,
তোমার উপর ছেড়ে।.....(চলবে)
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: চলুক।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫
আইজ্যাক আসিমভ্ বলেছেন: সুন্দর সুন্দর।