নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর ডেভিল

ডক্টর ডেভিল › বিস্তারিত পোস্টঃ

রুপান্তর

১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

পৌরুষ মুছে গেলে,
কবিতাগুলো কবিতা হয়ে ওঠে।
যতক্ষণ নিঃশ্বাসের সাথে
বাতাস এনেছে বয়ে মানব মাংসের ঘ্রাণ;
যতদিন বুঝিনি তুমি, সকল সৃষ্টির প্রাণ;
ততদিন শুধু এক সৃষ্টিই ছিলাম।
তোমার সম্মুখে হঠাৎ হল মাথানত,
ঘুমন্ত হৃদয় আজ হয়েছে জাগ্রত;
দেহের খোলস ছিড়ে-
হাজারো সৃষ্টির ভীড়ে,
তোমার সান্নিধ্য পেয়ে মানুষ হলাম।

আমার দুচোখে আমি,
দৃষ্টির সীমারেখা নিজেই টেনেছি;
এতকাল যতকিছু সত্য জেনেছি-
সবকিছু মিথ্যেই ছিল।
জন্ম মিথ্যে,কামনা মিথ্যে,মৃত্যু মিথ্যে-
এমনকি স্বর্গও পরমসত্য নয়!
তোমার দৃষ্টি দিয়ে তাকালাম
অসীমের পানে,
শরীরের বন্ধন গেল ছিড়ে;
জানলাম যাকিছু সত্যের ভীড়ে-
পরমসত্য তুমি,সীমাহীন জ্ঞানে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: বর্তমানে অকবিরা কবিতার সর্বনাশ করছে। ফেসবুকের ভোট যদি আপনি আপনার লেখার মানদণ্ড বলে মানেন তাহলে কোনোদিনই আপনি লেখক বা কবি নন।

ফেসবুক মূলত বাজারের চায়ের দোকানেরই প্রতিচ্ছবি, এখানে কোনো গাম্ভীর্য বা সিদ্ধান্ত আশা করা বোকামী।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ লেখা কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন--------

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডেভিল দা
ভালো লাগলো আপনার
দারুন ছন্দে গাঁথা কাব্য।
সমাজের জন্য দারুন ম্যাসেজ!!

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: রূপান্তর ভাল লেগেছে। ধন্যবাদ রইল।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৯

ডক্টর ডেভিল বলেছেন: আমি চাই নতুন প্রজন্ম আবার সাহিত্যের চর্চায় মেতে উঠুক,দোয়া করবেন

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:১৬

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই ভাল লাগল পাঠে
অভিনন্দন রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.