![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম : মুহম্মদ আবু ইউসুফ ইয়াকুব বিন ইসহাক আল কিন্দী
জন্মস্হান: কুফা – ৮০০ ঈসায়ী সন।
• মুতাজালীয় মতবাদের সমর্থক। খলিফা আল মামুনের সময়কাল।
• এরিষ্টটলকে দর্শন গুরু মনে করতেন।
• পাশ্চাত্য জগতে The Philosopher of Arab নামে পরিচিত ছিলেন। সাথে সাথে জ্যোতির্বিজ্ঞানীও জ্যোতিষী হিসেবেও খ্যাত।
• জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিত, রসায়ণ, পদার্থবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী ছিলেন।
• তিনি চিকিৎসা বিজ্ঞানে গানিতিক ও গাণিতিক ব্যবস্হাপত্র প্রয়োগ করেন।
• চক্ষু সম্পর্কে De Aspectibus নামে অনুদিত তাঁর গ্রন্হ মধ্যযুগে বিরাট প্রভাব বিস্তার করে। রোজার বেকন এই গ্রন্হেরই অনুসরন করে তার গবেষণা চালায়।
• আকাশ কেন নীল তার ব্যাখ্যা দেন।
• জোয়ার-ভাটার থিওরী প্রচার করেন।
• ২৭০টির অধিক গ্রন্হ রচনা করেন যার ২৭টি চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধীয়।
• রোগ ও রোগের ঔষুধের ব্যবস্হাপত্র “আকরাবাদিন আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দী ওয়া এখতিয়ারাতি ফিল আদবিয়া আল মুহতাহান আল মুজার রাবা আললাতি কানা ইয়াসতামিলুহা ওয়া লুসিখা মিন ফি খাত্তিহি” অধ্যাপক লেভী ১৯৬৬ সালে এর অনুবাদ প্রকাশ করে। এতে ২২৬ টি ব্যবস্হাপত্র রয়েছে।
• আল কিন্দীর বহু গ্রন্হ আরবী হতে ল্যাটিনে অনুদিত হয়। জিরার্ড (Gerard of Cremona) আল কিন্দীর একখানা চিকিৎসাগ্রন্হ De Medicinarium Compositarum Grodibus Investigandis libellus নাম দিয়ে ল্যাটিন অনুবাদ করে। এতে ঔষুধ তৈরী ও পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে। ইউরোপে বহু জায়গায় এর বহু সংস্করন হয়। তাঁর অনেক বই ল্যাটিন- এ অনুবাদ হয়।
নাম : আলী বিন রব্বান
জন্ম: ৮১০ ঈসায়ী সন।
• আরবী ভাষায় সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের সম্বন্ধে একখানা সম্পূর্ণ গ্রন্হ প্রণয়ন করেন আলী বিন রব্বান যার নাম ‘ফেরদৌসুল হিকমাত’। এই গ্রন্হ সেকালের চিকিৎসা বিজ্ঞানের সর্বপ্রথম বিশ্বকোষ এবং বর্তমানেও প্রচলিত। এই গ্রন্হটি ৭টি খন্ডে বিভক্ত, ৩০ অধ্যায়, ৩৬০ পরিচ্ছেদ, ৫৫০ পৃষ্ঠা বিদ্যমান। এই গ্রন্হে চিকিৎসা বিজ্ঞান ছাড়াও বিজ্ঞানের আরো অন্যান্য শাখা-প্রশাখার উপর আলোচনা রয়েছে।
নাম : আবু বকর মুহম্মদ বিন যাকারিয়া আর রাযী
• পাশ্চাত্য জগতে রাজেস (Rihazes) নামে পরিচিত
• নবম শতাব্দীতে আগমন করেন।
• ৩৫ বৎসর চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন।
• তিনি ১১৭ খানা কিতাব রচনা করেছেন।
• অধ্যাপক সারটন তাঁকে, “The greatest Clinician of Islam and of the whole middle ages.” বলে বর্ণনা করেছেন। ডা: ক্যাম্পবেল তাঁকে, “The most celebrated and probably the most original of the Arabic Writers.” বলে আখ্যায়িত করেছে। Prof. Neuburger এর কথায়, “On every hand and with Justice, it is regarded as an ornament to the medical literature of the Arabs.”
• চিকিৎসা বিজ্ঞানে আর-রাযী যে নতুন মতবাদ ও ব্যবস্হা প্রবর্তন করেন সেগুলোর মধ্যে বসন্ত ও হামের চিকিৎসা, শিশু চিকিৎসা, নিউরো-সাইক্রিয়াট্রি অন্যতম।
• তিনি সর্বপ্রথম প্রকাশ করেন যে, বসন্ত ও হাম দুটো পৃথক রোগ যা “কিতাবু ফিলজুদরী ওয়াল হাসবাত”-এ আলোচনা করেছেন।
• Prof. Dr. Mettler এর মতে আর-রাযী ই সর্বপ্রথম শিশুরোগ সম্বন্ধে গ্রন্হ প্রনয়ণ করেন। তিনি হলেন Father of Paediatrics. তিনি শিশু রোগকে ২৩ ভাগে ভাগ করেন।
• তিনিই সর্বপ্রথম স্নায়ু দৌর্বল্যে মানষিক রোগ নিউরোসাইক্রিয়াট্রি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
• আর-রাযীই সর্বপ্রথম ‘Intraventicular Hydrocephalus’ সম্বন্ধে আলোচনা করেন।
• তিনি তাঁর ‘কিতাবুল মনসুরী’ পক্ষাঘাত (Stroke) সম্বন্ধে বলেন যে, বোধশক্তি রয়েছে কিন্তু চলৎশক্তি নষ্ট হয়ে গেছে কিন্তু এর বিপরীতটা দেখা যায়না। কেননা একেবারে বোধশক্তি নষ্ট হয়ে গেলে চলৎশক্তিও নষ্ট হয়ে যায়। উনার পূর্বে আর কেউ এ মতবাদ প্রকাশ করেছেন বলে জানা যায় না।
• ‘কিতাবুল হাবী’ গ্রন্হে তিনি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন দিক বিশেষ করে সার্জারী বা শল্যচিকিৎসার বিভিন্ন দিক আলোচনা করেন।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
ডাঃ মারুফ বলেছেন: @ ঠোঁট কাটা , ভাষা শিখে আসুন । আপনার হাকিকত প্রকাশ হয়েছে । নাস্তিক মানুষ না ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ব্লগার রাইয়ান বলেছেন: ঠোঁট কাটা বন্ধু সম্পর্কে জানতে হলে পড়ুন একজন ঠোঁট কাটা জন্তু!