নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nobody

নিজের সম্পর্কে নিজে বিশ্লেষণ করা অনেক কঠিন কাজ।

ড্রাকুলার রক্ত

নিজেরে খুব ভালো মানুষ বলে দাবি করি না,তবে ভালো কিছু করার চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। আমার অভাগী এই দেশটা,এই দেশের খেটে খাওয়া অথচ না খেয়ে থাকা মানুষগুলো,জীবন বাস্তবতার চরম শিকার ঐ রাস্তার টুকাই,রাস্তার জ্যামে \"ভাইয়া,ভাবির জন্য এই কয়ডা ফুল নিয়া যান\" বলা পাগলগুলোর জন্য কিছু করতে মন চায়।

ড্রাকুলার রক্ত › বিস্তারিত পোস্টঃ

গায়েবী রহস্য

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

চোখ গুলো খোলার চেষ্টা করছি। দৃষ্টিশক্তি ঝাপসা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে আসছি। মাথার পিছনে এক তীব্র ব্যাথা অনুভব করছি। হাত দিয়ে দেখলাম ব্যান্ডেজ করা। ঘটনা টি মনে পড়লো ছবির মতো করে। কতক্ষন অজ্ঞান হয়ে ছিলাম জানা নেই। এই মূহুর্তে আমি এক পরিত্যাক্ত বাড়িতে। আমাকে এখানে কে আনলো? একটি কাঠের তৈরি বিছানায় শুয়ে রাখা হয়েছে আমাকে। উঠতে গিয়ে মাথা ঝিনঝিন করে উঠলো।



চোখগুলো একবার বন্ধ করে খুললাম আবার। পাশে তাকাতেই দেখলাম লাঠি হাতে এক লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার রিভলবার বের করার জন্য হাত দিলাম। কিন্তু এ কি? রিভলবার নেই। নিশ্চয় এ নিয়ে ফেলেছে। রিভলবার ছাড়া নিজেকে অসহায় মনে হলো। কারন লোকটির সাথে আমি শক্তিতে পেরে উঠবোনা। শরীর দেখে মনে হলো কোন রেসলার হবে।

লোকটি গম্ভীর গলায় আমাকে জিজ্ঞেস করলো



- আপনি ওখানে কি করতে গেছিলেন?



- মানে? আমি একজনকে পিছু করছিলাম।



- তাহলে আপনি ওই লাশের পাশে কি করছিলেন? লাশটাই বা এলো কোত্তেকে? আপনি খুন করেননি তো?



- মানে? কি বলতে চান আপনি? একেতো আমাকে মেরে এখানে এনে রেখেছেন। আর তার উপর আমার ঘাড়ে খুনের অভিযোগ চাপাচ্ছেন?



- আমি তো দেখলাম আপনি লাশের পাশ থেকে উঠে দাঁড়িয়ে ফোন করছিলেন কাউকে। নিশ্চয় খুনের খবরটা দিচ্ছিলেন তাইনা?



- আরে,আপনাকে আমি কিভাবে বুঝাবো? দেখুন,পুরো ব্যাপারটা আপনাকে শুরু থেকে না বুঝালে আপনি বুঝবেন না।



- কি ব্যাপার? শুরু থেকে বলুন। আমি শুনছি। যদি আপনার কথা যুক্তিযুক্ত ও সত্য প্রমানিত করতে না পারেন তাহলে আপনাকে জেলে যেতে হবে।



- (আমি লম্বা নিশ্বাস ফেললাম) আচ্ছা,শুনুন তাহলে। আমি.........



লোকটাকে শুরু থেকে পুরো ঘটনা খুলে বললাম। লোকটি শুনে আমার দিকে কিছুক্ষন গম্ভীর হয়ে তাকানোর পরে বললো



- আপনি যে সত্যি বলছেন তার প্রমান কি?



আমি পকেটে আমার আইডি কার্ড খুজতে লাগলাম। কিন্তু না। পকেটে কিছুই নেই। লোকটি আমার আইডি কার্ড আমার সামনে বের করে বললো



- এটা খুজছেন?



- হ্যা হ্যা। এটাই। দেখুন,আমি একজন গোয়েন্দা। আমার কাউকে খুন করার কি দরকার? আর আপনি আপনার পরিচয় টা বললে ভালো হয়।



- হুম। ( লোক টি উঠে দাড়ালো) আমি আগে আপনার মতই একজন গোয়েন্দা ছিলাম। ভালোই ছিলাম। কিন্তু এক মাফিয়ার কেস নিয়ে তদন্ত করতে গিয়ে বিপত্তি বাধে। আমাকে ফাসানো হয় পরিকল্পিতভাবে। আর আমার মনে হচ্ছে আপনিও একইভাবে ফাসতে যাচ্ছেন।



- মানে? আপনি বলতে চাচ্ছেন এই কেসের সাথে কোন মাফিয়ার হাত আছে?



- হ্যা। অবশ্যই। আপনি যেভাবে বর্ননা দিলেন তা দিয়ে বুঝা যায়। এরকম প্ল্যান মাফিয়ারা ছাড়া অন্য কোন সাধারন ক্রিমিনাল করতেই পারে না।



- হে খোদা। তার মানে আমারো কি আপনার মত পরিনতি হবে?



- আপনি ইতিমধ্যেই ৭০% ফেসে গেছেন গোয়েন্দা বাবু। বাকি আছে আর ৩০%। এখন আপনার কাছে সময় খুব অল্প। এর মধ্যে যদি আপনি এই কেসের সমাধান করতে না পারেন তাহলে নিশ্চিত থাকুন যে জয়সেন দত্ত আর রাজীবের খুনের দায় আপনার উপরেই চাপানো হবে।



লোকটির কথায় আমার মগজের সিস্টেম প্রায় ক্র্যাশ করলো বলা যায়। কিছু চিন্তা করতে পারছিলাম না। আমি শেষ পর্যন্ত একজন খুনী হিসেবে আদালতে পরিচিত হবো। আর মাফিয়ার কেস নিয়ে তদন্ত করা আমার চিন্তার বাইরে ছিলো। আমি এখন চারিদিক থেকেই ফেসে গেছি। কি করবো বুঝে উঠতে পারছিনা।



লোকটার দিকে তাকালাম। লোকটি এখনো আমার দিকে গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি তার এই তাকিয়ে থাকার কারন খুজতে লাগলাম মনে মনে। লোকটা তো মিথ্যাও বলতে পারে। নাকি এই লোকটিই সবকিছুর মূল??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

স্যার ... বলেছেন: Continue...✈

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

ড্রাকুলার রক্ত বলেছেন: tnx

Insha ALLAH

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.