![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
সূচনা : আজ নিজ একাউন্ট লগ ইন করে প্রোফাইলে দেখি একাউন্ট এর বয়স ২ বছর ৪ মাস। পোস্ট করেছেন শূন্যটি। অবশ্য প্রোফাইলে লিখেই রাখছি 'লেখালেখি পারি না তাই পুস্টাই না!' সেই থেকে কোন পোস্ট করা হয় নাই। তাহলে প্রশ্ন জাগতে পারে কেন একাউন্ট খুলেছিলাম । উত্তর এম্নিই ! অনলাইনে ঘুরাঘুরি বেশ অনেক দিন যাবৎ । ফেসবুক ছাড়া কোথাও কোন একাউন্ট করা হয়ে ঊঠে নি (ইমেইল একাউন্ট বাদে!) ইচ্ছা করত না তেমন । কিন্তু সামু যেহেতু একাউন্ট খুলতে তেমন বিধি নিষেধ বা বিশাল কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না তাই এম্নিই একটি একাউন্ট খুলে ফেললাম। খুলে যেটি দেখে বেশ চমৎকৃত হলাম সেটা হল পছন্দনীয় ব্লগারদের অনুসরণ তালিকায় যোগ করলে নতুন বিভাগ অনুসরিত ব্লগ ট্যাগ এ ক্লিক করলে সহজেই তাদের লেখা পাওয়া যায় যেটা একাউন্ট করার আগে জানা ছিল না, জানা থাকলে আগেই খুলতাম!!
কারন সামুতে আমার পছন্দের লেখা থাকত খুব কম, আর পছন্দের ব্লগারদের লেখা কাকতালীয় ভাবে প্রথম পাতায় থাকলে পড়তাম অথবা তার ব্লগে গিয়ে পড়ে নিতাম। যা বেশ হ্যাপ্যা ছিল । যাই হোক একাউন্ট খুলে অনুসরিত ব্লগারদের লেখা সহজে পড়তে পারার সুবিধা পাওয়াতে একাউন্ট লগ ইন করে লেখাগুলো পড়তাম। পড়াশুনাতে আমার যত আগ্রহ লেখালেখিতে ঠিক ততটাই অনাগ্রহ। তাই কারো লেখা পড়লেও নিচে মন্তব্য অপশনে কিছুই লিখতাম না ।আর খালি ইমো দিতে আমার তেমন ভাল্লাগে না (তাও ২-১ বার দিছি খামখেয়ালির বশে)।
গান ছাড়া আমার আসলে এক দিনও চলে না । মাঝে ভূত চাপল মাথায় প্রিয় সব গানের লিরিক শুনে শুনে লিখে রাখব যেই চিন্তা সেই কাজ । গুগল এর সৌজন্যে যেহেতু ফ্রিতে এক খান ব্লগ স্পট পাওয়া যায়, তাই তার সদব্যবহার করলাম গানের লিরিক তুলে রেখে ।সেখানে কয়েকটি গান পোস্টানো হয়েছে। আজ হঠাৎ মনে হল সামুর একাউন্টাতেও রেখে দেই না গান গুলো- সে চিন্তা থেকেই পোস্টানো।
প্রথমে শুরু করছি আমার অত্যধিক প্রিয় ব্যান্ড 'চন্দ্রবিন্দু (ঁ)'র গান দিয়ে । এদের প্রতিটা গানের লিরিক আমার কাছে অসম্ভব ভালো লাগে।
এদের গান গুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি নিজের মত করে ।
(১) সিরিয়াস গান - যেমন : আড্ডা, আদরের নৌকা, দুপুরের খামোখা খেয়াল , মন, নীল নির্বাসন টাইপ আরো কিছু (প্রথমে আমি আমার সিরিয়াস টাইপ গান পোস্ট করব সেগুলো শেষ হলে স্যাটায়ার টাইপ গান পোস্ট করব)
(২) স্যাটায়ার ভিত্তিক গান (স্যাটায়ার এর সাথে বাংলা ব্যাঙ্গ্যাত্মক ঠিক যায় না, ) - যেমন : ত্বকের যত্ন নিন, সুইটহার্ট, বাথরুম, পাশবালিশ, তা না না না টাইপ কিছু
সূচনায় দেখি রচনা হয়ে গেল যাই এবার গান পোস্ট করে দেই। লিরিকে ভুল থাকলে শুদ্রে দেওয়ার অনুরোধ থাকল। আর একটা জিনিস উপলব্ধি করতেছি বাংলা লেখার (আসলে বানান) অবস্থা ভয়াবহ । বানান ভুল গুলোও দেখে দিয়েন একটু-
এই গানটার আমার নিজের দেওয়া শিরোনাম হল "মধ্যবিত্ত ভীরু প্রেম
গানের শিরোনামঃ উঠে যাওয়া সিঁড়ি
অ্যালবামঃ U/A
ব্যান্ডঃ চন্দ্রবিন্দু
....................................................................................
উঠে যাওয়া সিঁড়ি
টিমটিমে আলো
ছেড়া চটি-জুতো
ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি
সবেধন টিউশনি
পদাবলি পাশে খুলে রাখা
প্রথম পর্যায় ।।
হাঁটছে দিন, কাটছে দিন
তিন দিন সাপ্তাহিক
কমছে দিন গুনছে দিন
এন্টেনা তিন শালিক ।।
যে অসুখ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
তোমার কাছে রাখা ।।।
উঠে এলো আলো
হাতে চা চলকালো
চাঁদ বুঝি আজ
প্রতিপদে পড়ল বেঘোরে
ওড়ো চিলেকোঠা ছাদে
ইতিহাস আহ্লাদে
তুমি আমি ইল-তুৎমিস
বন্দী এ ঘরে
ভর দুপুর, মাঝ পুকুর
ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম
গা ছম ছম
ভূত লেখে চর্যাপদ ।।
সে বিপদ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
টেষ্ট পেপারে রাখা ।।।
কানাগলির ভিতর রঙিন ইস্টিশন
কিছু উৎপাদক আজ না হোক বিশ্লেষণ
আমার আগুন ভয় ভীষণ
ন্যালা ক্ষ্যাপা এই জীবন
বুকে মোমের আলোয় গলছে লাল রিবণ
দিন ছুয়ে যায় রাত
রাত ছুয়ে যায় হাত
হাত ছুলে যায় জাত
জাত ছুলে পদ্মকাঁটা বিঁধে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
গোপন কালশিটে ।।।
ছেড়া পর্দায় উঁকি
কেবিনের আঁকিবুকি
মুখ নিচু আহত দু চোখ
বলেছিল কি যে
এতো আখছার ঘটে
সাদা কালো লং শটে
খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে
হাঁটতে থাক দুর্বিপাক
মিছিলের ক্লান্ত মুখ
নিম্ন চাপ খুচরো পাপ
ছোঁয়াচে অসুখ ।।
সে ছোয়া ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
তোমার কাছে রাখা ।।।
গানটা শুনতে পারেন এখান থেকে
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০
dream111rocks বলেছেন: আমি মনে করি ব্লগ হল মৌলিক (অনুবাদ ও হতে পারে) লেখালেখির যায়গা। যেহেতু কোন মৌলিক লেখালেখি আসে না তাই কোন পোস্ট করি নাই কখনও।
কপি পেস্ট পোস্ট দেখে দেখে বিরক্ত হয়ে গেছি পুরা। তাহলে আমি কেন এই রকম অ-মৌলিক লেখা লিখতে গেলাম ? সেটা সামুর দেওয়া সুযোগের অপব্যবহার বলতে পারেন।
গানের পোস্ট নিয়মিত দেওয়ার ইচ্ছা আছে।
২| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: গানের পোস্ট ভাল লেগেছে। আর পোস্ট চাই সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন সবসময় ।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
dream111rocks বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। ভালো থাকবেন । গানটা শুনেন (যদি না শুনে থাকেন) আশা করি ভালো লাগবে।
৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২
নীল বরফ বলেছেন: কোন অ্যালবামের গান এটা?
সত্যি ওদের গানগুলো অসাধারন।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
dream111rocks বলেছেন: অ্যালবাম : U/A
আসলেই , আমার কাছে অসম্ভব ভালো লাগে। এদের গান না শুনলে জানাই হত না এভাবেও লিরিক লেখা যায়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫২
আরজু পনি বলেছেন:
যাক তবু্ও দু্ই বছর পরে হল্ওে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন।
আশা করি নিয়মিতই গানের পোস্ট পাবো ।
শুভকামনা রইল।।