নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনও ফিরে এলো না সে

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি

মাঝ রাতে স্বপ্ন দেখি

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।

মাঝ রাতে স্বপ্ন দেখি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ভাইদের জন্য সুখবরঃ অবশেষে মা হতে চলেছেন 'প্রভা' ;) ;) ;)

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২



বিয়ের পর প্রায় দেড়টি বছর কেটে গেছে আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা’র। আস্তে আস্তে নাটকে অভিনয়েও ব্যস্ত হয়ে উঠছেন তিনি। নতুন খবর হচ্ছে, এবার মা হচ্ছেন আলোচিত এ মডেল ও অভিনেত্রী। তবে মা হবার জন্য আরো কয়েকটা দিন সময় নিচ্ছেন প্রভা।



জানা যায়, নতুন অতিথির মুখ দেখার জন্য প্রভার শ্বশুর বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এজন্য তাদের যেন আর তর সইছে না। আর সে কারণেই ছেলে শান্তকে তাদের ইচ্ছেটাও জানিয়ে দিলেন তারা। কথা শুনে শান্তও এ নিয়ে কোনো দ্বিমত করলেন না। আর প্রভাও বাধ্য মেয়ের মতো স্বামী শান্তর কথা মেনে নিলেন। তাই আগামী বছরই শান্তকে জীবনের সেরা উপহারটা দিতে চাইছেন প্রভা।



সম্প্রতি প্রভা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পেরেছেন তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি প্রভা তার কাছের লোকজনের সঙ্গে শেয়ারও করেছেন। কন্যা সন্তানের খবরে প্রভার মন খারাপ হলেও বেশ খুশি শান্ত। কারণ প্রভা চান পুত্র সন্তান, আর শান্তর পছন্দ কন্যা সন্তান।



উল্লেখ্য, প্রভা প্রথম বিয়ে করেন মডেল ও অভিনেতা অপূর্বকে। এর কিছুদিন পর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ২০১১ সালের ১৯ ডিসেম্বর পারিবারিক উদ্যোগে বরিশালের ছেলে ব্যবসায়ী মাহমুদ শান্তর সঙ্গে বিয়ে হয় প্রভার। বিয়ের পর গত বছরের ১২ জুলাই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রভা-শান্তর বিবাহোত্তর সংবর্ধনা। বর্তমানে প্রভা বর মাহমুদ শান্তর নিউ এলিফ্যান্ট রোডের বাসায় থাকছেন। শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছেন।



নিউজ ইভেন্ট

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

েবনিটগ বলেছেন: বরিশালের ছেলে ব্যবসায়ী মাহমুদ শান্তর সঙ্গে বিয়ে হয় প্রভার। শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছেন।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: শান্ত শান্ত ছেলে দেখে সংসারটা এখনো টিকে আছে নইলে আবার অন্য ঘরে যেতে হতো।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

স্বাধীন শোয়েব বলেছেন: শ্বশুর বাড়ীর অনুরধে উনারা কডম ছাড়া চু**দি করা সিদ্ধান্ত নিলেন। এই পিচ্চি জীবনেই তিন পুরুষের ঘর। সে আবার স্টার। সামুতে পোস্টও দেয় কেউ কেউ।




হুম, এরাই আমাদের সমাজের স্টার। কারন আমরাই জনগন। জনগন যদি নেংতু হয় স্টাররাও নেংতু হবেন। স্বাভাবিক। চালায়ে যান।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: সঠিক কথা বলার জন্য আমার পক্ষ থেকে আপনাকে একটা চুমা। আসলে এটাও শিওর না সন্তানটা আসলেও শান্তর কিনা। কারণ এরকম নষ্টা মেয়েদের পক্ষে যারতার সাথে রাত কাটানো কোনো ব্যাপারই না।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

এল এইচ, জুয়েল বলেছেন: এইটা তো ভাই পুরান গসিপ বাকিটা এইখানে দেখেন View this link

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: বাল্পোস্ট

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

অহন_৮০ বলেছেন: আপনে একবার কন ব্যবসায়ী আবার কন চাকুরী??? ঘটনা কি? B:-) B:-) B:-) B:-) B:-)

৬| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:১২

মেহেদী_বিএনসিসি বলেছেন: সময়ের সেরা পোষ্ট..........।ইদানিং ব্লগে এজাতীয় ভালো লেখা পাওয়াটা দুষ্কর। পোষ্টটা ষ্টিকি করার তেব্র দাবি জানাচ্ছি.........

৭| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:১৪

হুমায়ুন তোরাব বলেছেন: sticky sticky

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.