![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।
হলুদ সাংবাদিকতায় বাংলানিউজ২৪ ওরফে হলুদনিউজ২৪ সবার সেরা সেটা ব্লগার ভাইয়েরা নিঃসন্দেহে স্বীকার করবেন। আজকে ভার্চুয়াল জগত তথা ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে আল্লামা শফির হেলিক্প্টারে করে বগুড়া ভ্রমণের খবরটা বেশ জোরেসোরে প্রচার হচ্ছে। সবাই প্রশ্ন তুলছে হেফাজতের মত একটা দল কি করে এত টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করলো? হেফাজতের এক নেতা বিডিনিউজ২৪-এ বলেছেন বসুন্ধরা গ্রুপ তাদের এই খরচ বহন করেছে। কিন্তু বসুন্ধরা গ্রুপ তাদের এই কথা নাকচ করে দিয়েছে বলে জানায় বিডিনিউজ২৪-এ। যে বাংলানিউজ হেফাজতকে এক চোক্ষে দেখতে পারে না সেই পোর্টালে হেফাজতের এমন ঘটনায় কোনো নিউজি চোখে পড়ছে না। ঘটনাটা আমার কাছে বেসম্ভব অকল্পনীয় মনে হচ্ছে। এখন আমার কাছে ধারণাটা বদ্ধমূল বলে প্রতীয়মান হচ্ছে যে টাকাটা মনে হয় তারাই পে করেছে নইলে এতক্ষণ হেলিকপ্টার নিয়া তুলকলাম বেধে যেত হলুদনিউজ২৪-এ। কিন্তু তাদের এই চুপচাপই বলে দিচ্ছে আসল ঘটনা কোনজায়গায়?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: না আপনার যুক্তিটা যুক্তিসঙ্গত মনে হলো না। ভিতরের ঘটনাটা আরো সুদুরপ্রসারী মনে হচ্ছে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
ইকবাল পারভেজ বলেছেন: ভন্ড আল্লামা শফি....?? সে ভন্ড না সাধু সেইটার সার্টিফিকেট কে দিল? গান্জাখোর, ঈভ টিজার, ধর্ষক, চান্দাবাজ আওয়ামী-বাম-নাস্তিকরা??
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ভন্ড এই কারণে যে দেশের এই মহাদুর্যোগের সময় লক্ষ লক্ষ টাকা খরচ কারে তার সমাবেশ করার কি দরকার? যেখানে নিহত আহত মানুষগুলোর পরিবার চলবে কি করে সেটা নিয়ে জাতি দুশ্চিন্তায় সেখানে তার এই বিলাসীতা ভন্ডেরই নামান্তর।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
সোজা আঙ্গুল বলেছেন: তা হ্যারে হাম্বা, জাতি দুশ্চিন্তায় ক্যারে ? জাতির কান্ডারিগ দেইখা কি তা মুনঅয় ?
মাঝরাইতে কি খালি স্বপ্নই দেখ নাকি মাঝ রাইতে স্বপ্ন দোষ অয় ?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: স্বপ্নে দোষ গুণ সবি আছে।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
ইকবাল পারভেজ বলেছেন: আহা সাভারের জন্য কত মায়া!! হাসিনার এক দিনের খাওয়া খরচ ১ লাখ টাকা, তথ্যটা কি জানেন? সাভার ট্রাজেডির দিন পুতুল হামিদ প্রেসিডেন্ট পদে শপথ নেন, খানা-পিনায় খরচ কত হইছে জানেন??পদ্মা সেতুতে কত টাকা হাসিনা চুরি করলো?? কুইক রেন্টালে কত চুরি করলো? ডেস্টিনি কইরা কত লুট করলো?? কে ভন্ড??!!
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: এত টাকা তো আর হাসিনা একা খায় না। সরকারে থাকলে খরচ হবেই। সাভারের ঘটনার জন্য তো আর সব কাজ ফেলে রাখলে চলবে না। রাষ্ট্র চালাতে হলে সবকিছুর সাথে মানবতার দিকটিও খেয়াল রাখতে হবে।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
আশফাক সুমন বলেছেন: লেখক বলেছেন: ভন্ড এই কারণে যে দেশের এই মহাদুর্যোগের সময় লক্ষ লক্ষ টাকা খরচ কারে তার সমাবেশ করার কি দরকার? যেখানে নিহত আহত মানুষগুলোর পরিবার চলবে কি করে সেটা নিয়ে জাতি দুশ্চিন্তায় সেখানে তার এই বিলাসীতা ভন্ডেরই নামান্তর। ---- হাসালেন ভাই, ৯৩ বছরের একজন বৃদ্ধ বিলাসিতার জন্য হেলিকপ্টার ব্যব হার করবেন?
সবাই প্রশ্ন তুলছে হেফাজতের মত একটা দল কি করে এত টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করলো? - এই সবাইটা নিশ্চয় তথাকথিত প্রগতিশীল বাম , নাস্তিক, মুনাফিক জাতের নামধারি মুস লিম ,আর গনজাগরন ম(ঞ্চর সহযোগীরা - হেফাজতে ইসলাম যাদের উলঙ্গ করে ছেড়েছে ।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ৯৩ বছর বয়সে তার হেলিকপ্টারে চড়ার শখ হয়েছে না? তার যদি ইসলামকে হেফাজত করার এতই শখ থাকে তাহলে পায়ে হেটে বা কারে করে গেলেই পারতো। হেলিকপ্টারে যাওয়ার কি দরকার।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
শিরোনাম বলেছেন: শত শত হত্যাকারী রানা প্লাজার মালিক যুবলীগ ক্যাডার রানাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকা আনলে সুশীল ব্লগাররা চুপ থাকে। কিন্তু বায়োজৈষ্ট্য মুরুব্বী হেফাজত ইসলামের আমীর আল্লামা শফি সাহেব হেলিকপ্টারে উঠলে তাদের পিন্ডি জ্বলে। কারন কি?
০১ লা মে, ২০১৩ রাত ১২:০০
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: তাকে হেলিকপ্টারে আনাটা জরুরী ছিল রাষ্ট্রের প্রয়োজনে। কিন্তু শফির বগুড়াতে যাওয়াটা জরুরী নয়। ব্যাপারটা বুঝতে হবে।
৭| ০১ লা মে, ২০১৩ রাত ১২:০১
ইকবাল পারভেজ বলেছেন:
পদ্মা সেতুতে কত টাকা হাসিনা চুরি করলো?? কুইক রেন্টালে কত চুরি করলো? ডেস্টিনি কইরা কত লুট করলো?? কে ভন্ড??!!
০১ লা মে, ২০১৩ রাত ১২:০৪
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: এসব করার কারণে আওয়ামী লীগ ভন্ড মেনে নিলাম কিন্তু শফির এত টাকার উৎস কোথায়? তারাও কি তাহলে কোনো জায়গায় মারিং কাটিং করেছে?
৮| ০১ লা মে, ২০১৩ রাত ১২:০৯
ইকবাল পারভেজ বলেছেন: লাইনে আইতাছেন মারিং কাটিং করবো কেম্নে, ক্ষমতায় কি শফি না হাসিনায়? আম্লীগ-যুবলীগ-ছাত্রলীগের মারিং-কাটিংয়ের পরে আর কিছু কি বাকী থাকে যে অন্য কেউ মারিং-কাটিং করবো? ৫০ লাখ হেফাজতি ১০ টাকা কইরা দিলে কত হয়, উত্তর দেন|
০১ লা মে, ২০১৩ রাত ১২:১৫
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: আমার পোষ্টের আসল উদ্দেশ্য হলো বাংলানিউজ২৪ আজকের এই নিউজটা কেনো গোপন করলো? তারা হেফাজতের বা জামাতের কোনো নিউজ পাইলেই আগে ছাপে কিন্তু আজকে এত বড় একটা ঘটনা ঘটলো তাদের কোনো সাড়াশব্দ নাই। এটাই বোঝাতে চেয়েছি কিন্তু আপনারা অনবরত নাহ আপনাদের নিয়া আর পারলাম না।
৯| ০১ লা মে, ২০১৩ রাত ১২:০৯
শিরোনাম বলেছেন: রাষ্টের কোন প্রয়োজনে শত শত হত্যাকারী, একজন খুনী, একজন আওয়ামী যুবলীগ সন্ত্রাসী কে হেলিকপ্টারে আনতে হবে?
এই জবাব দেন তারপর আমি আপনের প্রশ্নের জবাব দিচ্ছি।
০১ লা মে, ২০১৩ রাত ১২:১৭
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: তাকে এরেস্ট করার খবরটা দেশবাসীকে জানানো দরকার এবং এই ভন্ডটারে মিডিয়ার সামনে হাজির করে চেহারাটা দেখানো দরকার। কারণ কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য উন্মুখ হয়ে বসে ছিল।
১০| ০১ লা মে, ২০১৩ রাত ১২:১৯
নষ্ট ছেলে বলেছেন: শুধু হেলিকপ্টারের ভাড়া না, শফি সাহেবকে হেলিকপ্টার কিন্না দেওয়ার মত ডোনারও বাংলাদেশে আছে!
১১| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৩
বিডি আমিনুর বলেছেন: একজন গাঁজাখোর মাজার পুজারির পক্ষেই আল্লামা শফির মত একজন সম্মানিত লোককে ভণ্ড বলা সম্ভব।
১২| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৪
ইকবাল পারভেজ বলেছেন:
৫০ লাখ হেফাজতি ১০ টাকা কইরা দিলে কত হয়, উত্তর দেন|
১৩| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৬
হুমায়ুন তোরাব বলেছেন: you do not have any idea about HATHAJARI and ALLAMA Shofi
১৪| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৮
শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: তাকে এরেস্ট করার খবরটা দেশবাসীকে জানানো দরকার এবং এই ভন্ডটারে মিডিয়ার সামনে হাজির করে চেহারাটা দেখানো দরকার। কারণ কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য উন্মুখ হয়ে বসে ছিল।
আপনে একটা নিন্ম শ্রেণীর আবাল। যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক খুনী রানাকে দেশবাসীকে জানানোর জন্য ঢাকায় আনতে হবে?
মিডিয়ার সামনে আনার জন্য ঢাকাতে আনতে হবে?
১৫| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৯
শিরোনাম বলেছেন: তারপরও আবালরে জবাবটা দিয়া যায় -
আল্লামা সফি সাহেব হেফাজত ইসলামের আমির। হেফাজত ইসলাম ও কওমী মা্দ্রাসার ৫০ লক্ষ সমর্থক যদি ১০ টাকা করে দেয় তাহলে হেফাজত ইসলামের ফান্ডে কত টাকা আছে জনাব?
নষ্ট ছেলে বলেছেন: শুধু হেলিকপ্টারের ভাড়া না, শফি সাহেবকে হেলিকপ্টার কিন্না দেওয়ার মত ডোনারও বাংলাদেশে আছে!
১৬| ০১ লা মে, ২০১৩ রাত ১:৪৯
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: যেখানে ট্রেনে গেলে মাত্র ৪০০ বা ৫০০ টাকা লাগতো।
সেখানে এতিমের ভিক্কার টাকায় নিয়ে চলা কাওমি হুজুরের তিনলাখ টাকা হেলিকপ্টার ভাড়া বিলাসিতা!
টাকা বা ডোনেশন পাইলেই বিলাসিতা করতে হবে? 'অপচয়' ইসলামের মুলনীতির বিরুদ্ধে।
এই টাকা কারা দেয়?
অপচয়কারিরা শয়তানের ভাই!
যে অপশক্তি তার দলিও এজেন্ডা বাস্তবায়নের জন্য টাকা যোগাইছে, তারা শয়তানের বাচ্চা!
১৭| ০১ লা মে, ২০১৩ রাত ২:০২
পিচ্চি পোলা বলেছেন: শ্লা কিছু তালেবান ছানা এমনভাবে কথা বলা শুরু করেছে যেন এই শফী জঙ্গিটা কততো বড় মহাপুরুষ হয়ে গেছে। কয়েকদিন আগেও যার মুখে খাবার জুটতো না, আজকে সে বীরবাহাদুর বনে গেছে। আর বুড়োরও ভীমরতি ধরেছে। সুযোগ পেয়ে হেলিকপ্টারে চড়ে বসলো!!
১৮| ০১ লা মে, ২০১৩ রাত ২:১৪
জুবায়ে১২ বলেছেন: সবই টাকার গড়ম।
বলে না! টাকার নৌকা পাহাড়ে চড়ে।
টাকার গড়মে ফকির এখন হেলিকপ্টারে চড়ে।
সবই ধর্মের হাড়ি ভাঙ্গা টাকা।
ধর্ম বেইচা ফুর্তি।
মানুষ কিছু করতে পারলেও কবরে গেলে খবর আছে।
১৯| ০১ লা মে, ২০১৩ রাত ২:২২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রানাকে আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেনি।
RAB এর নিজস্য হেলিকপ্টার নিয়ে একটি টিম রানাকে খোঁজার জন্য প্রথমে খুলনা, পরে যশোর, এরপর বেনাপোল যায়। যেহেতু হেলিকপ্টার ঢাকা ফিরবেই, তাই রানাকে হেলিকপ্টারে নেয়া হইছে।
এখানে কোন টাকা বা সরকারি টাকা অপচয় হয় নাই।
হেফাজতি হুজুর ডোনেশনের টাকা অপচয় করেছে!
অপচয়কারিরা শয়তানের ভাই!
২০| ০১ লা মে, ২০১৩ রাত ৩:৫৭
এই আমি সেই আমি বলেছেন: এই মাদ্রাসা গুলি চলে সমাজের ধনবান , সাধারন মানুষের দান খয়রাতে । আর তাছড়া দেখি এই বালক মাওলানারা বিশেষ করে ঈদের সময় দলবেধে চামড়ার টাকা উঠায় । এখন দেখি ওরা শত শত মোটর সাইকেলে মহড়া দেয় আবার কোটি টাকা খরচ করে ঢাকা আসে ইসলামকে হেফাজত করতে। আর এখন দেখি হুজুর হেলিকপ্টারে চড়ে যায় ইসলাম কে হেফাজত করতে ।
এই বালক মাওলানাদের প্রতি আমার বা আমাদের একটি সহজাত দয়া ছিল । তাদের দান খয়রাত দিতাম , চামড়ার টাকা দিতাম , বছরে দুএকবার আমার স্ত্রী আমাদের স্থানীয় মাদ্রাসায় উন্নত মানের খাবার পরিবেশন করত । কিন্তু ইদানীং তাদের আস্ফালন আর আজকের হেলিকপ্টারে ঘুরা দেখে আমাকে ভাবতে হচ্ছে দানগুলি আমি সঠিক জায়গায় করেছি কি ?
৫০ লক্ষ হেফাজতি দশ টাকা করে চাঁদা দিবে কেন , ওরাইতো চলে যাকাত ,ফিতরা আর লিল্লাহর টাকায় ।
বিশ্ব ব্যাপী আজ জামাতের মিলিয়ন ডলার কথা বলছে আর দুষ্ট লোকেরা বলছে তারই কল্যাণে হুজুর এখন উটের পিঠে নয় হেলিকপ্টারে চড়ছে ।
২১| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:২৬
মায়াবীনি৬৫৪ বলেছেন: পিচ্চি পোলা আপনার বাপের টাকায় তো আর উনি হেলিকপ্টারে চড়ে নাই। যারা টাকা ডোনেট করছে, তারা হেলিকপ্টারে চড়ার জন্যই দিয়েছে। তাদের যদি কোন সমস্যা না হয় তবে আপনার এতো জলে কিল্লাইগা
২২| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:২৭
মায়াবীনি৬৫৪ বলেছেন: পিচ্চি পোলা আপনার বাপের টাকায় তো আর উনি হেলিকপ্টারে চড়ে নাই। যারা টাকা ডোনেট করছে, তারা হেলিকপ্টারে চড়ার জন্যই দিয়েছে। তাদের যদি কোন সমস্যা না হয় তবে আপনার এতো জলে কিল্লাইগা
২৩| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:৩১
মায়াবীনি৬৫৪ বলেছেন: আর আল্লামা শফি সাহেবকে হেলিকপ্টারে চড়ানোর জন্যে শত শত ডোনেটর বাংলাদেশে আছে। নাকি আন্নেরে কেউ হেলিকপ্টারে চড়ায়না বলে আপনার গা জলে
২৪| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:৪৬
লেজ কাটা শেয়াল বলেছেন: হেফাযত তাদের জন সমর্থন দেখিয়েছে শুধু***
২৫| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪১
লিংকন১১৫ বলেছেন: আমার অনেক সখ হেলিকাপ্তারে উডুম
২৬| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৪১
হেমায়েতপুরী বলেছেন: আল্লামা শফির হেলিকপ্টারে উড্ডয়ন দেখে চরম হতাশ ছাত্রলীগের একাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা স্বরূপ ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মিকে পার হেড একটি করে হেলিকপ্টার উপহার দিয়েছেন। ছবিতে একজন ছাত্রলীগ কর্মিকে তার হেলিকপ্টার সহ দেখা যাচ্ছে।
খবর ও ফটুঃ বাবানিউজ৪২০.কম
২৭| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৪৮
মিতাহামিদা০০৭ বলেছেন: আরে ! বাংলাদেশ সরকারের তো আর কোন রকেট নাই! থাকলে তো সেটাতেই পাঠাইয়া দিত !
২৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৫৬
নিয়েল হিমু বলেছেন: ছাগল গুলারে এত সুন্দর জবাব কেন দিলেন ভাই ? আমি হৈলে তো একটা কৈরা থাপ্রার ইমু দিতাম ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
কাজী মামুনহোসেন বলেছেন: সম্ভবত ভন্ডদের নিয়ে লিখতে তাদের বিবেকে লাগছে, এজন্য লিখে নাই....