![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।
সময় এসেছে হাতে হাত রেখে, কাধে কাধ রেখে সাম্প্রদায়িকতা ভুলে নিজেদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করার। এই দাবিতে পিছুপা হলে চলবে না। আজ হয়তো টিয়ারশেল নিক্ষেপ করে দমাতে পারবে কিন্তু কাল কিন্তু সেটা সম্ভব নাও হতে হতে পারে। অনেক ষড়যন্ত্রকারী আমাদের আন্দোলনকে জামাত শিবির আখ্যায়িত করে ভিন্নভাবে প্রবাহিত করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই বেশী দেরি না করে, অন্যেরা তো আন্দোলন করছে সেই আশায় বসে না থেকে তাড়াতাড়ি এই আন্দোলনে শামিল হোন। মনে রাখবেন এই আন্দোলন শুধু আমাদের জন্য নয়। আমাদের পরবর্তি প্রজন্মদের একটি সোনার ভবিষ্যত উপহার দিতে গেলে বড্ড কাজে দিবে। তাই আর নয় হেলাফেলা এখনই ঝাপিয়ে পড়ুন আন্দোলনে। কমিটি হচ্ছে । সামনে আন্দোলন আরো বেগবান হবে। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে চোখ কান খোলা রেখে সামনে এগুন। দেখবেন বিজয় আমাদের হবেই হবে।
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: যে করেই হোক কোটাকে যাদুঘরে পাঠাতেই হবে। সবাই যুগপৎভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
চাঁন মিঞা সরদার বলেছেন: তাই আর নয় হেলাফেলা এখনই ঝাপিয়ে পড়ুন আন্দোল.....
কোন কোটা থাকবে না....
৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭
ভাঙ্গা হৃদয় বলেছেন: ছেতনার আন্দোলনে বিরানী দিছিল তাই গেছিলাম এহন বিরানী দেয় নাই তাই যামু না।
৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
জাতির চাচা বলেছেন: বিশ্বের ইতিহাসে সবচেয়ে সুবিধাভোগী জনগোষ্ঠি হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।যারা জীবন বিলিয়ে দিতে চাইলো তারা সামান্য কো টা ছাড়তে রাজি নন কেনো?
।
৫| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আমিনাথিং বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিসি হামলা , ছাত্র রা কক্ষনো বরদাস্ত করে নাই ..
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
মো ঃ আবু সাঈদ বলেছেন: তাই আর নয় হেলাফেলা এখনই ঝাপিয়ে পড়ুন আন্দোল.....
কোন কোটা থাকবে না....