নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনও ফিরে এলো না সে

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি

মাঝ রাতে স্বপ্ন দেখি

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।

মাঝ রাতে স্বপ্ন দেখি › বিস্তারিত পোস্টঃ

বোরকাধারীরা বাঙালী নয় শিরোনামের পোষ্টটি কেন মুছে দেওয়া হলো?? জবাব চাই

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

অনলাইনের স্ক্রীনশর্ট





কিছুক্ষণ আগে অনলাইন পত্রিকা থেকে নেওয়া (সূত্রসহ) বোরকাধারীরা বাঙালী নয়ঃ চিত্র নায়িকা সোহানা সাবার একটি লেখা ব্লগে দিয়েছিলাম। কিন্তু পোষ্টটি কোনরকম নোটিশ দেওয়া ছাড়াই মুছে দেওয়া হয়েছে। কেন মুছে দেওয়া হলো মডারেশনের কাছে তার জবাব চাই। পোষ্টে কোনোরকম আজে বাজে শব্দ আমি ঢুকাইনি। ঐ ওয়েব সাইটে যা দেওয়া আছে আমি সেটাই কপি করে দিয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

মোমেরমানুষ৭১ বলেছেন: মডুরা কি শুরু করল বুঝলাম না, তা গো বিরুদ্ধে কিছু কইলেই পোস্ট মুছে দেয়, ওয়াচে রাখে, জেনারেল বানায়। এই কাজের লাইগা আগেও কয়েকটা ব্লগকে ছাইড়া দিয়েছি

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: যদি এমন হতো যে আমি ভিতরে খারাপ কিছু ঢুকাইছি তাহলে না হয় মুছে দেওয়া যেতো। আমি পত্রিকা থেকে হুবহু কপি করে সূত্র সহ দিয়েছি।

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

মেদভেদ বলেছেন: ভাই পত্রিকার লিংকটা যদি একটু দিতেন!!!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: Click This Link

৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

ছািব্বর বলেছেন: অদিতি ফাল্গুনির মন্তব্য নিয়ে লিখা একটা পোষ্ট সামু গায়েব করে দিছে । কই যাই গন ? সামুর এমন আচরন কি আমরা প্রাপ্য ?

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: সামু কেমন যেন আর আগের মত নাই। তারা খুব ভয়ে আছে মনে হয়।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১

কলাবাগান১ বলেছেন: যে মহিলার ছবি দিয়েছেন, সেই রকম ভাবে কতজন লোককে রাস্তায় দেখেছেন???? আপনাদের কাছে শুধু চোখ দেখা যায়, এমন পোশাকের কথা তুললেই তার বিপক্ষে এমন অর্ধ নগ্ন ছবি দিন যাতে মনে হয় যারা বিরোধিতা করছে, তারা চায় নারীরা এভাবে অর্ধ নগ্ন ভাবে রাস্তায় চলাচল করুক... আপনারা শ্বাশত বাংগালী নারীর পোশাককে ভুলে গিয়েছেন.....শ্বাশত বাংগালী নারী রা কখনও পশ্চিমা নারীদের পোশাক অথবা আফগানিস্তানের পোশাক কে নিজের বলে ভাবতে পারে না যেহেতু বাংগালীর নিজস্ব স্বকীয় পোশাক আছে (শাড়ী, টিপ)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ঐটা আমি দেইনি। ঐ অনলাইনে যেটা দিয়েছে আমি সেটাই দিয়েছি।

৫| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

সাইফুল আলী বলেছেন: এগুলো উগ্র হিন্দুত্ববাদী

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টের বেকআপ কপি আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.