নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনও ফিরে এলো না সে

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি

মাঝ রাতে স্বপ্ন দেখি

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।

মাঝ রাতে স্বপ্ন দেখি › বিস্তারিত পোস্টঃ

হারামি ফোনের (জিপি) একি ডিজিটাল জালিয়াতি? X( X(

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৩



আজ বিকেলে গ্রামীন ফোনের ১২১ থেকে একটা কল আসলো । রিসিভ করলাম কিন্তু শুনে তো আমি থ. তারা বলছে আমার সেল নাম্বার নাকি আমার কোম্পানী মাইগ্রেট করতে বলেছে ফোন কোম্পানীকে। তাই তারা দুদিন পর আমার ফোন নাম্বার অটো সফল ট্যারিফে মাইগ্রেট করে দিবে। আমি কিছু বুঝে উঠার আগেই আমার রুমমেট বললো যে তারটা অটো তারা সফলে রুপান্তর করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কল সেন্টারে ফোন করে জানতে পারলাম আমার কোম্পানী নাকি সেটা সফলে রূপান্তর করতে বলেছে। কিন্তু বাস্তবে আমার কোনো কোম্পানীই নাই। তাহলে তারা কোম্পানীর নামে আমাদের সাথে কেন ডিজিটাল জালিয়াতি শুরু করলো বুঝলাম না? গ্রাহকদের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে তাদের এই ভণ্ডামীর আমি তীব্র নিন্দা জানাই এবং সকল হারামি ফোনের গ্রাহকদের এই জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৭

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: যদি কাউকে ১২১ থেকে ফোন দেয় তাহলে ফোন কাটার পর No লিখে 2940 -এ সেন্ড করতে হবে। তাহলে এই অনাকাঙ্খিত ঝামেলা থেকে মুক্তি মিলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.