নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা ক্ষমতাহীন শক্তি

কিছু লিখতে চেষ্টা করি । যা প্রকাশ করিনি তাই লিখবো । মনের কথা / ক্ষোভ প্রকাশ করবো ।

নব্য ভদ্রলোক

গণতন্ত্রের সৈনিক ।

নব্য ভদ্রলোক › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর হাত রক্তাক্ত ।

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২

ভারত নাকি আমাদের বন্ধু । সেই বন্ধুর হাতে আমরা রাত-দিন ২৪ ঘন্টাই মার খাচ্ছি । এ কেমন বন্ধু যে ব্ন্ধু নাকি একটি নিরীহ দেশের নাগরিকদের পিটিয়ে মেরে ফেলে ? ভারত এত আগ্রাসী কেন ? আমাদেরকে বর্ডারে মেরে কাটা তারের উপর ঝুলিয়ে রাখে । প্রায় দিনই বিএসএফ বাংলাদেশী নাগরিকদের হেনস্থা করে । হত্যা েকরে আমাদেরকে । এ কেমন বন্ধু ভারত ??

আমাদেরকে পিটিয়ে মেরে ভারত তার হাতকে রক্তাক্ত করেছে । রক্তাক্ত হাতের সাথে আমরা কিভাবে করমর্দন করবো ? ভারতের কবে বোধোদয় হবে ?

আর কত কাল মার খাব ??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

মিতাহামিদা০০৭ বলেছেন: আপনি এটা কি প্রশ্ন করলেন ? ভারতের কবে বোধোদয় হবে ? না কি আমাদের সরকারের কবে বোধোদয় হবে ?
ভারত তো তার স্বভাবধর্ম পাল্টাবে না ! তাই বলে আমরা মার খেতে থাকব ?
এখন বুঝা যাচ্ছে , ভারত চীরকাল বাংলাদেশীদের তাদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চেয়েছে বলেই মুক্তিযুদ্ধের সময় কায়দা করে শেষ মুহুর্তে যখন ত্রিশ(?) লাখ শহিদ হয়ে গেল সে সময় নাম কা ওয়াস্তে মিত্র সেজে আমাদের সহযোগিতা করে এখন সেই ফায়দা লুটছে !
কি করতে পেরেছে আমাদের আও্যামী সরকার যখন পদ্মা শুকিয়ে গেল ?
কি করতে পেরেছেন তিস্তার পানি দিচ্ছেনা যখন ?
কি করতে পেরেছে যখন ফেলানি হত্যার বিচারের নামে প্রহসন হল ?
কি করতে পেরেছে যখন টিপাই মুখে বাধ দেয়া বিরত হচ্ছে না ?
আরও অনেক আছে ...
সেজন্য বলি আগে নিজের মেরু দন্ড শক্ত করুন , পরে অন্যের বোধোদয় না হলে কি করবেন সে চিন্তা করুন !
এই সরকার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে ! ১৬ কোটির ভাগ্যে কি ঘটবে সে চিন্তা করছে না !
এখন আপনি কি করবেন ?







০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

নব্য ভদ্রলোক বলেছেন: আমাদের তো বোধই নাই । ভারতের আগ্রাসী আর খাই খাই মনোভাব আমাদের দেশটাকে পংগু করে দিল । আমাদের সরকারকে কে বুঝাবে ?? কউ কি েআছেন শোনার মত ?

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১

একাকী বাংলাদেশি বলেছেন: বন্ধু যখন বান্ধবীর সাথে প্রথম রাত কাটায় তখন তো হালকা পাতলা রক্তপাত হতেই পারে

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

নব্য ভদ্রলোক বলেছেন: বন্ধুকে ধর্ষ নের মনোভাব চিরতরে ত্যাগ করা উচিত নয় কি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.