![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগরিক সভ্যতার রোজকার নিদ্রাকে উপহাস করে
যে কোজাগরী চাঁদ জ্যোৎস্না বিলায়,
আমি তার কেউ হবো না।
তোমার পায়ে পায়ে জ্যোৎস্না ঢালা যে পথ হেটে চলে,
সে পথে আমি পথিক হবো।
রুপালি রোঁদে ঝিকিমিকি সুখ হবো।
হাতে মিশে থাকা হাতের উষ্ণতার সাক্ষি হবো।
যুগল আখিতে আখি চেপে পড়ে রবো রাতভর।
'ভালোবাসি' শব্দটি উচ্চারিত হবে না একটিও বার।
তথাপিও তুমি কাতর হবে,
পাথর হবে এই নিশ্চুপ ভালোবাসায়!
©somewhere in net ltd.