![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাক শেষ তক রাখাল কে সরানো হতে পারে, কবে মাল সাহেব নামবে সেটাও জানতে চাই। আরও জানতে চাই কেন প্রশাসনের টপ টু বটম সংখ্যা লঘু দিয়ে ভঁরা সব কি "র" এর দালাল এই জন্য।
সংখ্যা লঘু নিয়ে কোন চুলকানি থেকে এই প্রশ্ন না, সত্যি তাদের মধ্য দেশ প্রেম থাকলে এবং তাদের যোগ্যতা থাকলে ঐ সব পদে থাকতেই পারে নিঃসন্ধে কোন আপত্তি নাই।
কিন্তু লিস্ট দেখলে বেশ অবাক হতে হয়
ডিপুটি গভর্নর - শিতাংশু কুমার
ডিরেক্টর - সনাত কুমার
এক্সিকিউটিভ ডিরেক্টর - নির্মল চন্দ্র, শুভকর সাহা, বিষ্ণু পদ সাহা, অশোক কুমার দে, সুধীর চন্দ্র, দাশগুপ্ত অসীম কুমার, গৌরাঙ্গ চক্রবর্তী (আরও আছে)
জেনারেল ম্যানেজারঃ প্রভাষ চন্দ্র, অশোক কুমার, দেব প্রসাদ, প্রকাশ চন্দ্র, দেব দুলাল, স্বপন কুমার, মনোজ কুমার, বিশ্বনাথ (আরও আছে)
এই সব সেন্সেটিভ পদে যারা আছেন ( হিন্দু হোক মুসলিম হোক) সব গুলা রে কড়া নজরে রাখার জন্য দাবি জানান হচ্ছে।
আফটার অল ইটস নট হ্যাকিং!
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
কামের কথা কন!! বলেছেন: শেষ তক ঢাকাবাসী রাজী
২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
অগ্নি সারথি বলেছেন: এই সব সেন্সেটিভ পদে যারা আছেন ( হিন্দু হোক মুসলিম হোক) সব গুলা রে কড়া নজরে রাখার জন্য দাবি জানান হচ্ছে।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪
আম আদমি বলেছেন: হক কথা কইছেন। সব নিয়োগে লঘুরাই গুরু।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৬
পদ্মা_েমঘনা বলেছেন: তবে আর কি, এইবার মনের সুখে নাচুন! ব্যাংকিং সেক্টরের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং/চুরি-র জন্য শুধু সরানোই কি যথেষ্ট? ওর বিরুদ্ধে তো ফৌজদারী মামলা হওয়া উচিত। ঘটনা আমাদের, অথচ ফিলিপাইনে ব্যবস্থ্া নেওয়া হচ্ছে! এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয় নাই। চলছে শুধু রাবিশ হম্বি-তম্বি- এটা করব, সেটা করব। পুরোপুরি পরিকল্পিত এমন নিখুঁত কাজ শুধু আতিউরের একার কাজ ভাবার কোন কারণ নাই! রাঘব-বোয়ালরা হয়ত পেছনেই থেকে যাবে।
তবে জনগণ এত বোকা না! ন্যাচারস রিটার্ণ বলে একটা কথা আছে!
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
কামের কথা কন!! বলেছেন: ইনডিড !!!!! এটা হবে প্রথম স্টেপ এর পর এই বিষয় নিয়ে সবাই লিখতে থাকেন। সব যায়গায় লিখতে থাকেন।
৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০
গোধুলী রঙ বলেছেন: আমাদের এইরকম ম্যাসাকারের আগে/পরে সংশ্লিষ্ট দপ্তরের বা প্রতিষ্ঠানের বড় কর্তা ভারত সফরে থাকেন কেনো, যেমন এখন গভর্নর মহোদয়, বিডিআর বিদ্রোহের আগে মইন সাব।
৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০
নুর আমিন লেবু বলেছেন: সত্য কথা বলেছেন একদম।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
কামের কথা কন!! বলেছেন: ইনডিড !!!!! এত বড় একটা ক্রাইম ওনার সব ছেঁড়ে ছুঁড়ে চলে আসা দরকার ছিল কিন্তু !! । কত বড় বাহান চো* বুঝতে পারছেন নিশ্চয় । এই বিষয় নিয়ে সবাই লিখতে থাকেন। সব যায়গায় লিখতে থাকেন।
৭| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
রাজু সিদ্দিক বলেছেন: আপনি কি এ তথ্যটা দিতে পারবেন - বাংলাদেশ ব্যাংকে মোট কত জন করে, ১/ ডিপুটি গভর্নর, ২/ ডিরেক্টর, ৩/ এক্সিকিউটিভ ডিরেক্টর, ও ৪/ জেনারেল ম্যানেজারের পদ আছে ? আর এর মধ্যে কতগুলো পদে সংখ্যা লঘুরা আসীন হয়ে আছেন ? অর্থাৎ আমি জানতে চাচ্ছি - এদেশের সংখ্যা লঘুরা কি হঠাৎ করে মেধাবী ও দক্ষ হয়ে গেল, নাকি সংখ্যা গুরুরা হঠাৎ করে অদক্ষ ও অমেধাবী হয়ে গেল ???
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২২
কামের কথা কন!! বলেছেন: সরি রাজু ভাই এই মুহূর্তে দিতে পারছি না কিন্তু সময় করতে পারলে চেষ্টা করব।
কিছু ক্লু দিচ্ছি বর্তমান সোনালি, বেসিক অনান্য সব ব্যাংক এ একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন সব জায়গায় একই অবস্তা। ইভেন অবাক হয়ে গেছি কয়েক দিন আগে শুনলাম রংপুর এ এল জি ই ডি এর হেড একজন সংখ্যা লঘু বেশ কিছু দিন হল প্রোমোশন পেয়েছে।
আমি সংখ্যা ল ঘু দের বিপক্ষে না। কেউ যদি ভাল করে অবশ্য থাকে তার ন্যায্য বুঝিয়ে দিতে হবে। ইট ডাজন্ট ম্যটারে হূ হিজ হি/সি
৮| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সরানো কোন সমাধান না, সরানোর পর ওর বিচার করতে হবে এবং প্রত্যেকটা ডলার গুনে গুনে ফেরত আনতে হবে।
৯| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আর শুধু বাংলাদেশ ব্যাংকে না, পুলিশে, বিচার বিচাগেও একই অবস্থা, সংখ্যা লঘুরাই এখন সংখ্যাগুরু!
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
কামের কথা কন!! বলেছেন: আসলে মাল সাহেব যে খুব খারাপ মানুষ তাও না, সময় টা ১৯৯৯ এর শেষ এর দিকে, ওনার সঙ্গে ওনার বনানী বাসায় গিয়েছিলাম একটা কাজে কথা শুনে যতটুকু বুঝেছি একবারে খারাপ লোক না।
ওনাকে অব্যহতি দেয়া বা ওনার পদত্যাগ দেখতে চাই কারন ওনার অনেক বয়স হয়েছে ওনি চাইলে ও এর বেশি কিছু করতে পারবেন না। এর পর ও যদি উনি থাকেন ভুল ভালের সংখ্যা বাড়তেই থাকবে বইকি কমবে না। আর উনি যে পজিশনে আসেন ভুল মানে দেশের লস, মেগা লস বলতে পারেন।
১০| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
সোজোন বাদিয়া বলেছেন: সংখ্যলঘুদের আধিপত্যের বিষয়ে লেখাটিতে তথ্যের সম্পূর্ণতার অভাব রয়েছে। যদি কতজনের মধ্যে কতজন সেটি পরখযোগ্য সূত্র উল্লেখ করে না বলতে পারেন, তাহলে শুধু কয়েকজনের নাম দেওয়ার ভিত্তিতে সংখ্যালঘূ সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করাটা অন্যায় এবং বিপদজনক।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
কামের কথা কন!! বলেছেন: @ সোজোন বাদিয়া, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে সংখ্যালঘূ সম্প্রদায়ের প্রতি আমার বিশেষ কোন চুলকানি নাই। আমার চুলকানি সেই গুলো হারামি দের নিয়ে যারা "যে প্লেটে খায় সেই প্লেটে হাগু করে" সে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক।
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
কামের কথা কন!! বলেছেন: @সোজোন বাদিয়া
২০১৫ সালে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ভল্ট থেকে ৫ লাখ টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। সময় নেয় মাত্র ৪৬ সেকেন্ড। হাতে নাতে ধরা পড়ার পরে টাকা ফেরত দিলেও দীপককে পুলিশে দেয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এসে চোর দীপককে ছেড়ে দেন। ঘটনাটি জানানো হয়নি গভর্নর আতিউরকে। দু’দিন পরে পত্রিকায় পড়ে আতিউর জানেন, অতপর চোরের বিরুদ্ধে ব্যবস্খা নিতে চিঠি পাঠান ব্যাংক অব ইন্ডিয়ায়।
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্খা যে কতটা দুর্বল, সেটার একটা টেষ্ট কেস হচ্ছে দীপকের টাকা চুরি। তখনও গভর্নরকে জানানো হয়নি চুরির খবর। আর এবারে হাজার কোটি টাকা রিজার্ভ লুটের এক মাস পরেও জানতে পারেনি অর্থমন্ত্রী। দু’টি ঘটনায়ই পত্রিকা পড়ে জানতে হয়েছে। মধ্যমনি হয়ে হাজির হন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা! স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা দীপকের টাকা চুরি হাতে নাতে ধরার পরেও ছেড়ে দিলো বাংলাদেশ ব্যাংক।
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
কামের কথা কন!! বলেছেন: এবার এই ঘটনা টাকে একটু রিভার্স করেন, দেখেন তো কেমন রেজাল্ট আসে ??
১১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫
কলাবাগান১ বলেছেন: ঢাকাবাসী কিভাবে সব জানেন??? উনি ও কি এতে জড়িত???
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪
কামের কথা কন!! বলেছেন: @কলাবাগান১
আমি সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি, আমার ব্লগে এসে ল্যাদা ল্যাদি না করলে ভাল হয় কারন " I don't like you" hope it's understandable for you।
১২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কলাবাগান১ বলেছেন: তাহলে ব্লক করুন। ওপেন ব্লগের সীমা আপনার জানা নাই
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
কামের কথা কন!! বলেছেন: Last replay should be enough rather than block, just do not come to my blog please.
১৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আপনার পোস্টের টাইটেলটা আপত্তিজনক। উনি রাখাল থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পেরেছেন, এটা অকল্পনীয় একটা ব্যাপার, একটা বিশাল ক্রেডিট। আপনার পোস্টে তার এই সাফল্যকে হেয় করা হচ্ছে। বহু অঘটনইতো ঘটে বা ঘটানো হয়, সরকার থেকে কয়জন পদত্যাগ করেন? উনি ভদ্রলোক দেখেই পদত্যাগের জন্য রেডি আছেন, যদিও তার আইটি টিমের ব্যার্থতার জন্য তিনি সরাসরি কোনভাবেই দায়ী নন।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
কামের কথা কন!! বলেছেন: @নক্শী কাঁথার মাঠ
আপনার এই ফিলিংস কে আমি সাধুবাদ জানাই। এই আপত্তি জনক টাইটেল এর জন্য আমি নিজেও দুঃখিত কিন্তু কি করব বলেন। যখন দেখি যক্ষের ধনের মত আমাদের এই সব রেমিটেন্স পিঁপড়ায় খায় কেমনে মাথা ঠিক থাকে। তবে উনি ফাইনাল ইনভিস্টিগেশন না করে আগেই পদত্যাগ করল এটা ঠিক হয়নি। ওনার উচিৎ ছিল এই টাকা গুলোর একটা বীহিত করে তার পর পদত্যাগ করা। এই চুরির সঙ্গে যে নর্দমার কিট গুলো জড়িত তাদের কে ১৪ শিকের ভিতরে ডুকানোর পরও উনি পদত্যাগ করতে পারতেন তা হলে বুঝা যেত !! " হু ইজ দা বস"
যদিও তার আইটি টিমের ব্যার্থতার জন্য তিনি সরাসরি কোনভাবেই দায়ী নন। -< দুঃখিত আপনার এই স্টেটমেন্ট এর সঙ্গে একমত হতে পারলাম না, আশা করি বুঝতে পারছেন কেন একমত না।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
ঢাকাবাসী বলেছেন: এটা যে হ্যাকিং না সোজা মাল টেকিং এন্ড সরাইইং তা বুঝতে নিউক্লিয়ার সাইন্টিস্ট হতে লাগেনা!