নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

কামের কথা কন!!

কামের কথা কন!! › বিস্তারিত পোস্টঃ

ফিরে ফিরে বলতে হবে। বার বার বলতে হবে

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

বাঁচাও সুন্দরবন বাঁচাও দেশ
-দিপু, সেপ্টেম্বর ২৬, ২০১৪

দুর্নীতি আর দুর্যোগ আঘাত হেনেছে বারংবার
ভেঙ্গেছে স্বপ্ন সাজানো গোছানো সংসার মোর মা’র।
দিশেহারা জাতি দেখেনা প্রভাতী - শক্তিতে দুর্বার
ব্যক্তিতে সুখী গোষ্ঠীতে দুখী - এ চিত্র বাংলার।

কে আছে কোথায় দেখে যা এথায় দেখে যা আরেকবার
দানব ভারত হা করে আছে খাবে মাটি বাংলার।
শাড়ির বাজার, মাছের বাজার, ডালের চালের আড়ত
টিভি- টেলিফোন, যা চায় মন- পূর্ণ করছে ভারত।
মুফতে নয় হে পয়সা দিয়েই খরিদ করেছি মোরা
পণ্য বেঁচেই ধন্য হয়নি এতটা হিংস্র ওরা।
হেসে খেলে লাশ ফেলেছে ‘ফেলানী’ হয়েছে যে ইতিহাস
বন্ধু লেবাছে, দাঁড়িয়ে যে পাশে করছে মোদের গ্রাস।

‘সুজলা-সুফলা-শস্য-শ্যমলা’ খোদার মেহেরবান
যা কিছু সৃষ্ট যাতনে পিষ্ট ভেঙ্গে চুরে খান খান ।
খাম-খেয়ালী আয়েশী বাঙ্গালী বুঝেনি মাটির মান
বন্ধু রাষ্ট্র দেখ কি করে ধীরে ধীরে খায় জান।

বিশ্ব যখন দুনিয়া বাঁচাতে কমায় ‘C’ (Carbon) এর প্রয়োগ
সে যুগে মোদের প্রস্তাব দেয় তা হতে বিজলী যোগ।
একশ দুইশ তিনশ চারশ হাজার তেরশ বিশ !
আহ কি বুদ্ধি বিজলী জ্বালাতে অঙ্গেতে ঢাল বিষ।

কাঁদবে ধরণী অগ্নি অরণী কাঁদবে যে জনগণ
আর নয় কথা ভাং সব প্রথা – সচেষ্ট (হও) প্রাণপণ
সব নিয়েছিস, আর না এবার করেছি মুক্তিপণ
এ দেশ আমার- সম্পদ আমার- বাঁচবে আমার বন।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

বিজন রয় বলেছেন: দুর্নীতি আর দুর্যোগ আঘাত হেনেছে বারংবার
ভেঙ্গেছে স্বপ্ন সাজানো গোছানো সংসার মোর মা’র।
দিশেহারা জাতি দেখেনা প্রভাতী - শক্তিতে দুর্বার
ব্যক্তিতে সুখী গোষ্ঠীতে দুখী - এ চিত্র বাংলার।


শুরুটা দারুন হয়েছে।
+++

২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.