![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের পোষ্টগুলি চিকিৎসা বিষয়ক তথ্য মাত্র। চিকিৎসকের পরামর্শ হিসাবে গ্রহন করা বান্ছনীয় নয়। শারিরীক সমস্যায় দয়া করে সামনা সামনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন
বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় “ মশা মাছি দূরে রাখি , রোগ ব্যাধি মুক্ত থাকি। ” মশা সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের বলছি,
ডায়নসর যুগ থেকেই ( ১৭৫ মিলিওন বছর ) আগে থেকেই পৃথিবীতে মশা আছে। পৃথিবীতে এখন পর্যন্ত ৩০০০ ধরনের মশার খোঁজ পাওয়া গেছে ।
একটি মশার ওজন সাধারণত ২.৫ মিলিগ্রাম। মশা ১ থেকে ৩ মাইল পর্যন্ত উড়ে। তবে খাবারের খোঁজে এরা ৪০ মাইল পর্যন্ত ঘুরতে পারে। মশা ঘন্টায় সর্বচ্চো ২.৫ কিলোমিটার বেগে উড়তে পারে, সেকেন্ডে ২৫০ বার পাখা নাড়াতে পারে। পুরুষ ও স্ত্রী মশা শুন্যে মিলিত হয়, মিলনে সময় নেয় ১৫ সেকেন্ড।
মশা ১৬৬ ফুট দূর থেকে শিকারের গন্ধ পায়। আমাদের নিশ্বাসের কার্বন ডাই আক্সাইড ও ঘামের ইউরিক এসিডের গন্ধে মশা আকৃষ্ট হয়। রক্তের গ্রুপ O এবং A এবং শিশুদের রক্তের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।
মশা আসলে কামড়ায় না, ফুটো করে রক্ত চুষে খায়। একটি মশা একবারে ০.০০১ থেকে ০.০১ মিলিলিটার রক্ত খেতে পারে। একবারে পূর্ণবয়স্ক একজন মানুষের শরীরের সব রক্ত খেয়ে ফেলতে মোট ১২ লক্ষ মশা প্রয়োজন।
সুত্র – American Mosquito Control Association & Softpedia
চিকিৎসা বা রোগ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের Facebook পেজ এ জানান।
২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭
রাখালছেলে বলেছেন: বাহ ...তাহলে তো মশাদের অনেক ক্ষমতা। কিন্তু বাচে কয় দিন...?
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার একটি পোষ্ট। অনেক অজানা তথ্য জানা গেল। ধন্যবাদ।