নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা: শাহরিয়ারের পোষ্ট

ডা: শাহরিয়ারের পোষ্ট

ডা. শাহরিয়ার

এই ব্লগের পোষ্টগুলি চিকিৎসা বিষয়ক তথ্য মাত্র। চিকিৎসকের পরামর্শ হিসাবে গ্রহন করা বান্ছনীয় নয়। শারিরীক সমস্যায় দয়া করে সামনা সামনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন

ডা. শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ওষুধ ( Banned Medicine )

১৭ ই জুন, ২০১৪ রাত ৮:০২







আমার ফেসবুক পেজ



এপ্রিল ৩, ২০১৪ সংবাদপত্রে দেখলাম বাংলাদেশ ড্রাগ এডমিনস্ট্রেশন ৬ টি ওষুধ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে । ওষুধগুলি হচ্ছে

১) Pioglitazone ২) Rosiglitazone ৩) Flupenthixol-Melitracen ৪)Gatifloxacin (except eye drops), ৫)Tegaserod এবং ৬) Sibutramine



১। PIOGLITAZONE ; ওষুধটি বাংলাদেশে পাওয়া যায় ১৫ mg ও ৩০ mg ট্যাবলেট হিসাবে ACTOSE, ADPAS, DIAGLIT, DIAPIOTAB, DIATAG, GLITTAZONE, GLUCOZONE, OGL, LIT, PIGLIT, PEEGEE, PIOLIT, PIOZENA, SAGLIT, PIODAR, PIOGLIN, PIOL, TOS ইত্যাদি নামে ।



এছাড়া PIOGLITAZONE ও METFORMIN একত্রে পাওয়া যায় PIOMET, PIOMIN, POLITOR, REZULIN ইত্যাদি নামে ।



PIOGLITAZONE ডায়াবেটিস এর চিকিৎসায় ব্যাবহার করা হয়। ওষুধটি শরীরের ইনসুলিন বাবহারের ক্ষমতা বাড়ায়।



যে কারনে নিষিদ্ধ করা হতে পারে – পরীক্ষা করে দেখা গেছে দীর্ঘদিন ( ১ বৎসরের বেশি ) PIOGLITAZONE ওষুধটি খেলে মুত্র থলির ক্যান্সার হবার সম্ভবনা বেড়ে যায়। মহিলাদের ক্ষেত্রে – PIOGLITAZONE দীর্ঘদিন ব্যাবহার করলে হাড়ের ক্ষয় ( Osteoporosis ) বৃদ্ধি পায়। এছাড়াও PIOGLITAZONE হৃদরোগের সম্ভবনা বৃদ্ধি পায়।



যে সব দেশে PIOGLITAZONE নিষিদ্ধ – ফ্রান্স ও ভারতে PIOGLITAZONE নিষিদ্ধ।



PIOGLITAZONE যারা খাচ্ছিলেন বা খাচ্ছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি বদলে নিতে অথবা বন্ধ করে দিতে পারেন। যারা দীর্ঘদিন PIOGLITAZONE খাচ্ছেন ( ১ বৎসর বা বেশি ) তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে মুত্র থলির একটি আলট্রাসনো পরীক্ষা করে দেখতে পারেন।



২। ROSIGLITAZONE –
ওষুধটি ডায়াবেটিস এর চিকিৎসায় ব্যাবহার করা হয়। ROSIGLITAZONE শরীরের ইনসুলিন বাবহারের ক্ষমতা বাড়ায়।



ROSIGLITAZONE ট্যাবলেট হিসাবে বাংলাদেশে পাওয়া যায় ROGLIT, ROMEROL, ROSIT, SENSULIN, TAZONE নামে।



এছাড়া ROSIGLITAZONE ও METFORMIN একত্রে পাওয়া যায়, AROMET, METARIN Plus, METIGLIT, ORAMET-PLUS, ROGMET, ROSIMET, ROSIMIN ROTAMIN, SENSIMET ইত্যাদি নামে ।



যে কারনে নিষিদ্ধ করা হতে পারে – পরীক্ষা করে দেখা গেছে ROSIGLITAZONE হৃদরোগের সম্ভবনা বৃদ্ধি করে।



যে সব দেশে ROSIGLITAZONE নিষিদ্ধ – যুক্তরাজ্য, ভারত, নিউজিল্যান্ড, ও সাউথ আফ্রিকায় ROSIGLITAZONE নিষিদ্ধ।



যারা ROSIGLITAZONE খাচ্ছিলেন বা খাচ্ছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি বদলে নিতে অথবা বন্ধ করে দিতে পারেন।



৩) Flupentixol Melitracen - Flupentixol Melitracen বিষন্নতা ও মানসিক সমস্যায় ব্যাবহৃত হয়। ওষুধটি বাংলাদেশে পাওয়া যায় FLUANXOL , Lundbeck/Lilac , LUANXOL, SENTIX, ADELAX, AMILAX, ANFREE, ANGENTA, ANZET, BENZIT, DELETA, DEPNIL, DEPRESIL , DEXIT, DICONTEN, DINXI,

DORMIR, EXUTEN, FEMANOL, FLUXIT, FRENXIT , FREXIT, HENXIT, INSPRA ইত্যাদি নামে।



যে কারনে নিষিদ্ধ করা হতে পারে - Flupentixol ওষুধটি ব্রেনের বিভিন্ন সমস্যা ( neuroleptic malignant syndrome, Extrapyramidal syndrome) করতে পারে।



যেসব দেশে Flupentixol নিষিদ্ধ - ডেনমার্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও ভারতে Flupentixol নিষিদ্ধ।



Flupentixol যারা খাচ্ছিলেন বা খাচ্ছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি বদলে নিতে অথবা বন্ধ করে দিতে পারেন।



৪) Gatifloxacin - Gatifloxacin এর মুখে খাবার ট্যাবলেট বা ইনজেক্সন নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।



এটি একটি এন্টিবায়োটিক ওষুধ। বাংলাদেশে পাওয়া যায় ADLON , AMIQUIN, ATAQ,

GATAXIN, GATFO, GATI 400, GATIFLOX, GATIGEN, GATILEX 400,

, GATILON, GATIMET, GATINOX, GATIQUIN, GATIZEN, GATLIN,

GATOX, GATPRO-400, GATSINA, GF-400 ইত্যাদি নামে।



যে কারনে ওষুধটি নিষিদ্ধ করা হতে পারে - Gatifloxacin ডায়বিটিস হবার সম্ভবনা বৃদ্ধি করে। Gatifloxacin ডায়বিটিস রোগীদের রক্তের সুগারের পরিমানে তারতম্য সৃষ্টি করে। এছাড়া Gatifloxacin লিভারের সমস্যা এবং চামড়ার নিচে রক্তপাত ঘটাতে পারে।



যে সব দেশে Gatifloxacin নিষিদ্ধ - ওষুধটি ভারত এ নিষিদ্ধ।



মনে রাখবেন চোখের ড্রপ হিসাবে Gatifloxacin ব্যাবহার করা যাবে, Gatifloxacin চোখের ড্রপ নিষিদ্ধ নয়।



Gatifloxacin যারা খাচ্ছিলেন বা খাচ্ছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি বদলে নিতে অথবা বন্ধ করে দিতে পারেন।



৫) Tegaserod - এটি পেটের রোগ ইরিটেবল বাউল সিন্ড্রোম ( IBS) এ ব্যাবহৃত হয়।

বাংলাদেশে পাওয়া যায় DORESA , TEGARID , TESOD, TIBS ইত্যাদি নামে।



যে কারনে নিষিদ্ধ করা হতে পারে - Tegaserod হৃদরোগ এবং ট্রোক ( মস্তিষ্কে রক্তপাত) হওয়ার সম্ভবনা বৃদ্ধি করে।



যেসব দেশে নিষিদ্ধ - Tegaserod ভারতে নিষিদ্ধ।



Tegaserod যারা খাচ্ছিলেন বা খাচ্ছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি বদলে নিতে অথবা বন্ধ করে দিতে পারেন।



৬) Sibutramine - এটি ওজন কমানোর ওষুধ। বাংলাদেশে পাওয়া যায় BUTRAMIN , OBENIL, REDUX, SIBULIN, SIBUTRIN ইত্যাদি নামে।



যে কারনে নিষিদ্ধ করা হতে পারে - Sibutramine ওষুধটি হৃদরোগ এবং ট্রোক ( মস্তিষ্কে রক্তপাত) হওয়ার সম্ভবনা বৃদ্ধি করে।



যেসব দেশে ওষুধটি নিষিদ্ধ - আমেরিকা, কানাডা এবং ভারতে ওষুধটি নিষদ্ধ।



Sibutramine যারা খাচ্ছিলেন বা খাচ্ছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি বদলে নিতে অথবা বন্ধ করে দিতে পারেন।



নিষিদ্ধ হতে পারে সেই ওষুধ গুলি সম্পর্কে অাপনাদের কিছুটা ধারনা দেবার চেষ্টা করলাম। আশা করি পোষ্টটি আপনাদের কাজে আসবে।

সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

আমি দিহান বলেছেন: ধন্যবাদ।

উপকারী পোস্ট। পিলাচ দিলাম।
++++++++++++

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: AMAKA KALKA PRESCRIBE KORCHA AR PORIBORTA KI KABO DADA ; ;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.