নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা: শাহরিয়ারের পোষ্ট

ডা: শাহরিয়ারের পোষ্ট

ডা. শাহরিয়ার

এই ব্লগের পোষ্টগুলি চিকিৎসা বিষয়ক তথ্য মাত্র। চিকিৎসকের পরামর্শ হিসাবে গ্রহন করা বান্ছনীয় নয়। শারিরীক সমস্যায় দয়া করে সামনা সামনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন

ডা. শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটিতে Online e চিকিৎসক

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯





দেখতে দেখতে ঈদ চলে এলো , গত বছর ঈদের পরদিন পরিচিত এক রোগী বিপদে পড়েছিলেন। আমার পরিচিত রোগীর হঠাৎ ভিষন জ্বর , বমি আর পেটে ব্যাথা, আশে পাশে কোন ডাক্তার নেই, সবাই ঈদের ছুটিতে । হাসপাতাল গুলিতে ঈদের কারণে অপ্রতুল জনবল থাকায় সেবা পাওয়া খুবই কঠিন, তবে দয়া করে মনে রাখতে হবে চিকিৎসক, নার্স এরাও মানুষ, সবার মত তারাও পরিবার পরিজন নিয়ে ঈদ করার আশা করে। এই অবস্থায় রোগীর বর্ননা শুনে কিছু ওষুধের কথা ফোনে বলি, আল্লার ইচ্ছায় রোগীর ব্যাথা কমে যায়। সেইদিন আমি বুঝতে পারি ঈদের ছুটিতে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারাটা কতটা জরুরী।



এই ঈদে তাই নতুন একটা কাজ করতে চাই। ঈদের ছুটির দিনগুলিতে শারিরীক সমস্যায় প্রাথমিকভাবে পরামর্শ দেবার জন্য দিন রাত ২৪ ঘন্টা Facebook এবং Facebook messenger এ Online থাকবেন কয়েকজন চিকিৎসক। ছুটির দিনগুলিতে যে কোন শারিরীক সমস্যায় প্রাথমিকভাবে তাদের কাছে পরামর্শ নিতে পারবেন যে কেউ। এছাড়া মোবাইল ফোনে SMS করেও পরামর্শ নিতে পারবেন কোন অতিরিক্ত চার্জ ছাড়াই।



সেবাটি নিতে চাইলে ফেসবুক পেজটিতে LIKE দিন এবং Facebook Message এ message/email করুন।



sms করলে ০১৫৫৩৪৮৭৬৬৭ এই নম্বরটিতে sms করুন।



সবাইকে অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক।

ফেসবুক পেজ Dr Shahriar Mostafa

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫

কয়েস সামী বলেছেন: ভাল উদ্যোগ!

২| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

ডা. শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ কয়েস সামী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.