![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের পোষ্টগুলি চিকিৎসা বিষয়ক তথ্য মাত্র। চিকিৎসকের পরামর্শ হিসাবে গ্রহন করা বান্ছনীয় নয়। শারিরীক সমস্যায় দয়া করে সামনা সামনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন
ইবোলা কিভাবে ছড়ায়?
ইবোলা আক্রান্ত রোগীর রক্ত, লালা মুত্র, মল বা বমির মাধ্যমে ইবোলা ছড়ায়। মশার কামড়ে, খাবারের বা পানির মাধ্যমে ইবোলা ছড়ায় না।
ইবোলার লক্ষন?
ইবোলায় আক্রান্ত হবার পর 2 থেকে 21 দিন পর্যন্ত লক্ষন
প্রকাশ পেতে পারে। ইবোলার প্রথম লক্ষন জ্বর। জ্বরের সাথে মাথাব্যাথা, চোখ ব্যাথা, সারা শরীরে ব্যাথা এবং শারিরীক দূর্বলতা থাকতে পারে।
এরপর রোগীর পাতলা পায়খানা, বমি, ত্বকে ফুসকুরি এবং পেট ব্যাথা দেখা দেয়।
সর্বশেষে রোগীর চোখ, নাক, কান, মুখ থেকে এবং শরীরের ভেতরে রক্তক্ষরন হয়।
ঘামেন মাধ্যমে ইবোলা ছড়ায় কি?
ঘামের মাধ্যমে ইবোলা ছড়ায় না।
লালার মাধ্যমে ইবোলা ছড়ায় কি?
আক্রান্ত ব্যাক্তির লালার মাধ্যমে ইবোলা ছড়ায়। বুকের দুধে ইবোলা ভাইরাস ছড়ায়।
যৌন সম্পর্কে ইবোলা ছড়ায় কি?
যৌন সম্পর্কের মাধ্যমে ইবোলা ছড়ায়। পুরুষের বীর্যে ইবোলা জীবানু 90 দিন পর্যন্ত সক্রিয় থাকো।
দেহের বাইরে কতদিন ইবোলা ভাইরাস সক্রিয় থাকে?
দেহের বাইরে ইবোলা ভাইরাস ঠান্ডা এবং ভেজা পরিবেশে থাকলে সর্বোচ্চ ১ সপ্তাহ সক্রিয় থাকতে পারে।
কিভাবে ইবোলা জীবানু মুক্ত করা যায়?
আল্ট্রাভায়োলট আলো, ফুটানো ( উচ্চ তাপ), সাবান ও পানি বা স্পিরিট দিয়ে খুব সহজে ইবোলা জীবানু ধ্বংস করা যায়।
সবাই প্রার্থনা করুন যেন ইবেলার সংক্রামন বাংলাদেশে না ঘটে। এই ঘরবসতি পূর্ন দেশে ইবোলার সংক্রামন ঘটলে ভয়াবহ পরিস্থিতি ঘটবে।
https://www.facebook.com/Dr.Shahriar.Mostafa' target='_blank' >আমার ফেসবুক পেজ। চিকিৎসা বিষয়ক যে কোন প্রশ্ন করতে পারেন।
ধন্যবাদ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য। প্রার্থনা করি বাংলাদেশে যেন এই ভাইরাস এর সংক্রমণ না ঘটে।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
িপএমকনক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সচেতনতা মুলক কথা আমাদের জানানোর জন্য
৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বরের কাছে আকুল ও বিনম্র প্রার্থনা করছি যে এই রোগ আমাদেশে না আসে। আর বিশেষজ্ঞগণ যেন অতি দ্রুত এই রোগের প্রতিষেধক বের করে মানুষ গুলোর জীবন রক্ষা করে।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭
কলমের কালি শেষ বলেছেন: অত্যন্ত কাজের পোষ্ট । আল্লাহ আমাদের রক্ষা করুন ।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬
সজীব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সচেতনতা মুলক কথা আমাদের জানানোর জন্য
৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭
মিনুল বলেছেন: সুন্দর,সচেতনতামূলক পোস্ট।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩
ঢাকাবাসী বলেছেন: অত্যন্ত গুরুত্বপুর্ণ পোস্ট, ধন্যবাদ্ ।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৮
তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ।
১০| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
খুব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে পোস্ট দেয়ায় আপনাকে ধন্যবাদ।
১১| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য।
শুভেচ্ছা।
১২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অত্যন্ত দরকারি একটি বিষয়ে বেশ গুছিয়ে লেখেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে ডা. শাহরিয়ার
১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
আবু শাকিল বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
দোয়া করি
আল্লাহ যেন আমাদের ইবোলা এবং কঠিন রোগ থেকে রক্ষা করেন।
আমিন।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২
ইমতিয়াজ ১৩ বলেছেন: সবাই প্রার্থনা করুন যেন ইবেলার সংক্রামন বাংলাদেশে না ঘটে। এই ঘরবসতি পূর্ন দেশে ইবোলার সংক্রামন ঘটলে ভয়াবহ পরিস্থিতি ঘটবে।
পোষ্টটি স্টিকি করা হউক।