নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ রহমান

অশিক্ষিতের সাক্ষর

বিশিষ্ট দুশ্চিন্তাবিদ ও বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ )

অশিক্ষিতের সাক্ষর › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন পত্র ফাস : জাতি হয়ে যাচ্ছে মেরুদন্ডহীন

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫

গত 2-3 বছর ধরে পিএসসি , জেএসসি , এসএসসি , এইচএসসি পরীক্ষার সব প্রশ্ন ফাস হচ্ছে , তাও আবার এক সেট না 2-3 সেট । টিউশনি করার কারনে আমি অনেক ছাত্রদেরকেই দেখছি তারা বই পড়ার ধারে কাছেই নাই । তাদের সাথে কথা বলে যেটা বুজলাম তা হলো , তা হলো তারাতো পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাবেই তাহলে সারা বছর পরে আর কি লাভ ....



একবার চিন্তা করুন তো কি ক্ষতিটাই না হচ্ছে , যুব সমাজের মেরদন্ডটাই আমরা ভেঙ্গে দিচ্ছি , এভাবে প্রশ্ন দিয়ে হয়তো ভালো রেজাল্ট করানো যায় কিন্তু দেশের বিশাল ক্ষতি হয় , দেশ মেধাশূণ্য হয়ে যায় কারন এভাবে ভালো রেজাল্ট করে এসব ছেলে মেয়ে দ্বারা দেশের কোন উপকারই হবে না । এর ফলে চোরাবালুর মত গর্ত সৃষ্টি হচ্ছে যাতে কিন্তু আমাদের একসময় পড়তে হবেই



বর্তমানে ভর্তি পরীক্ষা প্রায় বিলুপ্তির পথে , ভর্তি করা র্হ রেসাল্টের ভিত্তিতে , এখন যদি মেনিপুলেশণ করে রেসাল্ট ভালো করলে ও তারা ভালো জায়গায় ভর্তি হলে সত্যিকারের মেধাবীরা ঝড়ে পড়বে



এটার ফলে কিন্তু একটা বৈষম্যও হয় কারন ফাসকৃত প্রশ্ন সাধারনত শহরের ছাত্ররা পায় , গ্রামের ছাত্ররা এমনিতেই তুলনামূলক গরিব আর শহরের ছাত্রদের তুলনায় কম সুযোগসুবিধা পায় (টিচার কোয়ালিটি , জীবন সংগ্রাম , প্রাইভেট পড়ার সুযোগ) , তার উপর যদি অন্যরা প্রশ্ন পেরে পরীক্ষা দেয় আর তারা অনিচ্তি পরীক্ষা দেয় তাহলে মেধার মূল্যায়নটা কিভাবে হয়





ফেজবুকে আমি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.