![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।
[যারা অপেক্ষায় আছেন নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের হাদীসে বর্ণিত পাথরের কথা শুনবেন তাদের জন্য]
তোমরা কী সেসব পাথরের কথা শুনতে পাও না, যেসব পাথর ব্যবহৃত হচ্ছে ফিলিস্তীনীদের ইন্তিফাদায়?
তবে তোমরা তোমাদের আধ্যাত্মিক শ্রবণেন্দ্রিয়কে শক্তিশালী কর।
রাজনীতি থেকে 'শিরক' ও
অর্থনীতি থেকে 'সুদকে' পরিহার করে।
কারণ তা ইহুদীদের অস্ত্র;
যার আঘাতে তোমাদের অন্তর ও কর্ণগুলো হয়ে পড়ে বিকল আর
তোমাদের চক্ষুসমূহের ওপরও পড়ে যায় আস্তরণ;
যার ফলে দেশে দেশে তোমাদের ভাইদের হত্যা করা হয়
তোমাদের ওপর চাপিয়ে দেয়া হয় 'জুলুম।'
অথচ তোমরা তা দেখ না, শোন না
এবং অনুভবও কর না;
তোমরা মুসলমান হয়েও হয়ে পড়
জাহান্নামের উপযুক্ত।
তোমরা নেক য়ামাল কর ও গুনাহ থেকে বেঁচে থাক।
অতঃপর শ্রবণ কর পাথর ও বৃক্ষসমূহের বজ্রনিনাদ।
ঐ যে দেখা যায় ট্যাংকের সাথে লড়াইরত কিশোর
হাতে তার পাথর
কথা বলছে।
চাপা পড়া ছোট্ট শিশুর খন্ডিত শরীরের অংশবিশেষের উপর পাথরের স্তুপ
কথা বলছে।
পড়ুনঃ
রমজান পরবর্তী বার্তাঃ
ইনশাআল্লাহ আসিতেছেঃ
বাচ্চাদের জন্য বর্ণে বর্ণে জ্ঞানশিক্ষা
আপনার ছেলে, মেয়ে, ছোট ভাইবোন, ভাতিজার জন্য। এটাচড থাকুন।
©somewhere in net ltd.