![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকা কে আবিষ্কার করেছেন ?
উঃ কলম্বাস কথাটা কি সত্য ? ভেবে দেখুন তো , কলম্বাস ইউরোপ থেকে আমেরিকা যাবার আগে কি আমেরিকা তে মানুষ ছিল না ? ছিল , রেড ইন্ডিয়ান রা ছিল , আজটেক , টালটেগা ও মায়ানরা ছিল তাহলে কলম্বাস কি করে আবিষ্কার করলেন আমেরিকা ?
মানবজাতির প্রতিনিধিরা তো আমেরিকা তে ছিল আগে থেকেই, একচোখা স্টেরিওটাইপড ইউরোপিয়ান ঔপনিবেশিক লেখাপড়া, আমাদের ভাবতে শেখায় মায়ান আজটেক বা ইন্ডিয়ানরা মানুষ ছিল না মানুষ ছিলেন কলম্বাস, তিনি মহান আবিষ্কারক, ভু পর্যটক !
তিনি ছিলেন মদ্যপ ও ধার নিয়ে ধার ফেরত না দেয়ার জন্য প্রসিদ্ধ, লুটপাট হত্যা নির্যাতন করে একটি সভ্যতাকে ধ্বংশ করে দেয়ার নায়ক, মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক নমুনা, মায়ানদের জ্যোতির্বিদ্যা , চিকিত্সা , শিল্পকলার অসাধারণ উত্কর্ষ ছিল , মানমন্দির ছিল , তাদের বছরের হিসাবে ভুল ছিল মাত্র .১৬ সেকেন্ড, গ্রেগরিয়ান দিনপঞ্জি তে প্রতিবছর ভুল হয় ৬ ঘন্টা , যার জন্য ৪ বছর পরপর লিপ ইয়ার করতে হয় ইউরোপিয়ান এই বর্বরেরা হাজার বছরের বইপত্র লাইব্রেরি পুড়িয়ে দিয়েছিল , মানবজাতির বহু জ্ঞান হারিয়ে গেছে তখন তাদের ভাষা , বর্ণমালা আজ বিলুপ্ত প্রায় একটা গোটা সভ্যতা ধংস করে , গুটিবসন্ত ও সিফিলিস নিয়ে এসে, দুটো মহাদেশ আক্রান্ত করে কলম্বাস হয়েছেন আবিষ্কারক , আর মায়ান ও রেড ইন্ডিয়ান রা হয়েছে বর্বর অসভ্য !
এরই নাম মানসিক অন্ধত্ব , মুদ্রার অন্যপিঠ দেখতে দেয় না আমাদের শিক্ষা ! হিটলার এর চাইতে বৃহত শয়তান কি কলম্বাস নন ?
হুয়ান কর্টেজ কি আইকমান চাইতে অধিকতর খুনি নন ? এখন ইউরোপিয়ান খুনিদের কারণে আমেরিকা ও অস্ট্রলিয়ার আদিবাসীরা নিজেদের ভূমির দখল হারিয়ে বিলুপ্তপ্রায় , আফ্রিকা ব্যস্ত হানাহানি তে ! মনের অন্ধত্ব , একচোখা ইতিহাস শিক্ষা থেকে পরের প্রজন্ম কে বাঁচাতে , ইতিহাসের ব্যাখ্যায় আমাদের নির্মোহ দৃষ্টিভঙ্গি থাকা দরকার !
©somewhere in net ltd.