![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থনীতির ভাষায় sun coste বলে একটা কথা আছে। যার মানে, যা ক্ষতি হয়েছে তা মেনে নিয়ে সামনের বৃহৎ ক্ষতির দিকে না আগানো। মনে করুন আপনি পাঁচ টাকা দিয়ে এককাপ চা পান করার পূর্বেই একটি মাছি চায়ের মধ্যে পড়ে গেল, তখন আপনি সম্ভাব্য শারিরিক ক্ষতির আশংকায় উক্ত চা পান না করার মাধ্যমে আপনার যে পাঁচ টাকা ক্ষতি হলো -এটাই sun coste.
এখন মূল কথা হলো, আমাদের সমাজের তথাকথিত আধুনিক মেয়েরা বর্তমান সমাজ ব্যবস্থায় sun coste হিসাবে পরিগনিত। এগুলা রাস্তাঘাটে উগ্র পোশাক আশাক ও ভাবভঙ্গি নিয়ে চলাফেরার মাধ্যমে সে সামাজিক অসংগতি ও বিশৃংখলার সৃষ্টিকরে তা নতুন করে ব্যাখা করার প্রয়োজন নেই। প্রশ্ন হলো যারা রাস্তাঘাট বা বিভিন্ন স্থানে মান সম্মান রক্ষা করে চলাচল করতে চান, তারা বিভিন্নভাবে এ সকল মেয়ে বা মহিলার দ্বারা খুবই বাজে পরিস্থিতির সম্মুখীন হন। এ সকল নারী ও তাদের সাথের পুরুষের কারনে মা বোন বা মেয়ের সামনে খুবই বিব্রত হতে হয় প্রায়ই। আবার বিভিন্ন স্থানে নারীর সম্ভ্রমহানীর খবর কিন্তু এ সকল স্বাধীনচেতা নারীরাই সৃষ্টিকরে। কাজেই এ সকল বাজে মেয়েদের সামাজিক ভাবে বয়কটের মাধ্যমে এদের sun coste বলে গন্য করাই শ্রেয়।
©somewhere in net ltd.