নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মারুফ চৌধুরী

প্রতিনিয়ত মনে কোন জুড়ে হাজার প্রশ্ন উঁকি দেয় এবং একই সঙ্গে ভাবনারা ডানা মেলে কতশত যুক্তির ফোড়ন কাটে। অনুভুতির প্রতিফলনের প্রয়াসেই সামওয়্যার ইন ব্লগে আমার যাত্রা।

মোঃ মারুফ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাপের ঔষধ বা এন্টি ভেনাম

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না। প্রাণীটির নাম ঘোড়া।

সাপের কামড়ে কোনদিন ঘোড়া মরে না।তিনদিন অসুস্থ থাকে। তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক anti venom কোনএকটি সাপ, ধরেন কিং কোবরা’র anti venom তৈরি করতে হলে যা করা লাগে তা হল, ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। একগাঁদি পরিমাণ ঢুকালেও সমস্যা নেই। ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে, ঘোড়া মরবে না। ঘোড়া তিনদিন অসুস্থ থাকবে। এরপর সুস্থ হয়ে যাবে। এই তিনদিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের anti venom তৈরি হয়ে গেছে। এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টি ভেনাম আলাদা করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়। মানুষ’কে সাপে কামড়া’লে ডাইরেক্ট
ইনজেকশন দিয়ে পুশ করা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪

অণুষ বলেছেন: জানতাম সাপের কামড়ে ঘোড়া মরেনা, কিন্তু ঘোড়া থেকে এন্টি ভেনম শুনিনি। কিছু সোর্স দিতে পারবেন? যাতে আরো বিস্তারিত জানা যায়।
পোস্টের জন্য ধন্যবাদ :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর হয়েছে.।
চালিয়ে যান। :)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

মোঃ মারুফ চৌধুরী বলেছেন: গুগলে খুঁজলে বিস্তারিত পাবেন।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬

মোঃ মারুফ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.