![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেকি ভাইয়ারা একটু হেল্পান প্লিজ,
আমার বেশকিছু আলাদা আলাদা পি,ডি,এফ এবং ওয়ার্ড ফাইল আছে। এইগুলা একটা পেইজ এর ভিতর নিয়ে আসতে চাই। ঠিক বইয়ের মত করে। এর পর মেইল করতে হবে। কোন ভাবেই ম্যানেজ করতে পারছি না। সব গুলি একবার ওয়ার্ড ফাইল এ পেষ্ট করছিলাম। খুব বাজে দেখায়। ফেড হয়ে যায় ফাইল গুলা। প্লিজ একটু হেল্পান। ভাল থাকবেন সবাই।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
তাল পাংখা বলেছেন: পিডিএফ মেইলার সফটওয়ারটা ইউজ করতে পারেন। এটা ফ্রি ওয়্যার। এই সফট্ওয়ার দিয়ে pdf ডকুমেন্ট সহজেই এড বা স্প্লীট করা যায়।
আপনি যদি অফিস ২০০৭ এর ইউজার হন একটা এড অন ফ্রি "save as pdf and xps" টা নামায় নিলে আপনি ওয়ার্ড থেকে সরাসরি pdf এ কনভার্ট করে নিতে পারেন। কনভারসন কোয়ালিটি খুব ভাল।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৭
গালিবাজ উপদেষ্টা বলেছেন: ধন্যবাদ সবাই কে অনেক। কিন্তু মজার বিষয় হচ্ছে এ জিনিস টা আমি আগেই জানতাম এবং এই ধরনের ফাইল ইমেইল করেছি।কিন্তু মনে ছিলনা, যাই হোক মনে করিয়ে দেবার জন্য অনেক থ্যাঙ্কস।
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
আমিনুর রহমান বলেছেন:
acrobat professional ব্যবহার করে সবগুলোকে একটা ফাইলে নিয়ে আসতে পারবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: Not able to write in bangla here.
You first convert all Word Doc.s to PDF and then merge all PDFs into one file.
FOXIT PDF editor will be fine for merging all files together, you can also able to customize your page number.