![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ একটি আইফোন ৪এস পুরানো, বেশিদিন হবেনা(সম্ভবত চোরাই) কাগজ পত্র নাই, অনেক হাত ঘুরে এখন ২০০০০/- টাকায় বিক্রি করতে চাচ্ছে। কেনা কি ঠিক হবে? কিনলে কি কি অসুবিধা হতে পারে?
২ বাইরের দেশে (লন্ডন) এ মোবাইল এ কম খরচে কথা বলা যায় কিভাবে?
৩ বাইরের দেশ অথবা দেশের ভিতর থেকে ভিডিও কল করার জন্য মোটামুটি এভারেজ দামের মধে কোন মোবাইল টা ভাল হবে?
টেকি ভাইয়ারা প্লিজ হেল্পান
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
গালিবাজ উপদেষ্টা বলেছেন: ধন্যবাদ ভাই, কিন্তু প্রব্লেম টা কি হয় একটু জানাবেন
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
অদ্ভুত স্বপ্ন বলেছেন: চোরাই সেট হবার সম্ভাবনা জানার পরেও কিনতে চাচ্ছেন কেন?
ঝামেলা তো হতে পারেই। তবে নৈতিক দিকটাও একটু বিবেচনা করেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
গালিবাজ উপদেষ্টা বলেছেন: বুঝলাম ভাই, কিন্তু ঝামেলা টা কি হয় একটু বলবেন প্লিজ।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
পরদেশী মেঘ বলেছেন: আপনার যদি ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা না হয় তাহলে আই ফোন এস নিতে পারেন। পরে বিক্রি করতে চাইলেও সমস্যা হবে না। তবে সেটা আনলক কিনা এবং বাংলাদেশে কাজ করে কিনা দেখে নিবেন। বিদেশে কথা বলার জন্য আইফোন অ্যাপস ভাইবার, ট্যাংগো, ভোনেজ, স্কাইপ ইনস্টল করে নিতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: ১/ আইফোন- দরকার নাই কেনার। ফ্রি দিলেও নিবেন না।
২/ ইন্টারনেটে কথা বললে খরচ কম হবে।
৩/ ----