নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে দিমুনে এক সময়

কিছু ত মনে আইতাসে না

গালিবাজ উপদেষ্টা

বিলিভ ইন আ থিওরিটিকাল লাইফ

গালিবাজ উপদেষ্টা › বিস্তারিত পোস্টঃ

টেকি ভাইয়েরা একটু হেল্পান

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

আমার একটি মোবাইল সেট কেনা দরকার। ক্যামেরা ভাল হতে হবে (৮ মেগাপিক্সেল), সব এপস গুলা এসডি কার্ড এ ইন্সটল হতে হবে, কোন রকম হ্যং হবেনা। বাজেট ২০০০০/- এরাউন্ড। আমার একটি সিম্ফনি ডব্লিও ১০ আছে। কিন্ত এটাতে ২-৩ টার বেশি আপস ্ডাউনলোড দেয়া যায় না। কারন সব কিছু ফোন এ ডাউনলোড হয়। মুভ টু এসডি কার্ড এ যায় না। কিছু ডাউনলোড দিলেই হ্যাং হয়ে যায়।এক্সপেরিয়া এর মদ্ধে ভাল হবে কিনা। অনেকে ওয়াল্টান, সিম্ফনি এর ভাল সেট কিনতে বলছে। বাট কনফিউসান এ আছি। কেউ হেল্পান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

নিয়ামত উল্লাহ বলেছেন: Symphony W125 কেনেন।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

গালিবাজ উপদেষ্টা বলেছেন: থাঙ্কস ভাইয়া। তবে সিম্ফনির সবচেয়ে ভাল সেট কোনটি?

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার বাজেটের আপার লিমিটের ধারে কাছের সিম্ফোনী বা ওয়াল্টনের যে কোন সেট কিনে ফেলেন।

অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ২.২ সেট বা এর উপরের যে কোন ভার্সনেই এই মুভ টু এসডি সুবিধা পাবেন।

আর যেই সেটই কিনেন না কেন, ইন্টারনাল মেমরী একটু বেশি দেখেই কিনবেন, কারণ অনেক এপস আছে যা কোন ভাবেই মেমরীকার্ডে নেওয়া যাবে না।

তথ্য প্রযুক্তি বিষয়ে যে কোন প্রশ্নের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন: https://www.facebook.com/groups/BanglaTechBlog/

আমাদের ফেসবুক ফ্যান পেইজ: https://www.facebook.com/banglatechblog

আমাদের ওয়েব সাইট: http://techblog.com.bd/

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

গালিবাজ উপদেষ্টা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মতে ১৫০০০/- টাকা র উপরে কোন সেট আছে ভাল (কোয়াড কোর) এবং ভাল ক্যামেরার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.