নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে দিমুনে এক সময়

কিছু ত মনে আইতাসে না

গালিবাজ উপদেষ্টা

বিলিভ ইন আ থিওরিটিকাল লাইফ

গালিবাজ উপদেষ্টা › বিস্তারিত পোস্টঃ

যদি কেউ একটি বিষয়ে ইনফরমেশন দিতেন!!

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৩

আমার অনেকগুলো ব্যাগ আছে। ট্রাভেলিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ব্যাকপ্যাক বেশকিছু। সবগুলোই প্রায় নতুন। কিন্তু একটাও ব্যাবহার করতে পারিনা। কারন সব ব্যাগের ই চেইন ছুটে গেছে/ছিড়ে গেছে। নতুন করে আর কতগুলো ব্যাগ কেনা যায় বলেন! কেউ কি বলতে পারবেন যে ব্যাগের চেইন গুলো কোথায় ঠিক করা যায়। জানালে কৃতজ্ঞ থাকতাম। ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬

এনটনি বলেছেন: নিউমার্কেট এর দোতলা, যেখানে জিনসের প্যান্ট কাটানো যায়।
এছাড়া বনানী সুপারমার্কেটের বাইরে সেলাই মেশিন নিয়ে বসে, ওরাও করে।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

গালিবাজ উপদেষ্টা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমি আজকেই গিয়েছিলাম নিউমার্কেটে।সবগুলো ঠিক করিয়ে নিয়ে আসছি। এটা নিউমার্কেট এর ব্যাগ এর দোকানের পাশে বাটা সু স্টোর এর সামনে থেকে ঠিক করিয়ে নিয়েছি। ৬ টি চেইন ৩০০ টাকা নিয়েছে। অবশ্য ৩-৪ টি দোকানে জিজ্ঞেস করেছিলাম।চেইনগুলো ভালই মনে হল।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

বনসাই বলেছেন: ঢাকায় যদি থাকেন চলে আসেন নিউ মার্কেট কিংবা বায়তুল মোকাররম মার্কেটে ব্যাগের দোকানগুলোর সামনে, সেখানেই পেয়ে যাবেন কাঙ্খিত সমাধান।

আর অবশ্যই মুলামুলি করবেন, ২০ টাকার জিনিস দিয়ে ১০০ টাকা নেবে। কখনো ব্যাগ রেখে ২/৩/৪ ঘন্টা পরে নিজে ঘুরে আসার সুযোগ নেবেন না; এটা করলে ২০টাকার জন্য ১৫০০ টাকাও দিতে হতে পারে।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

গালিবাজ উপদেষ্টা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।ব্যাগ গুলো আজকেই সব ঠিক করিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.