নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিক পৃথিবীর জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না

মানবতার জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না › বিস্তারিত পোস্টঃ

দোকান সংগঠন কী আ\'লীগকে গিলে খাচ্ছে

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব বলেছেন, আওয়ামী লীগের চারটি অঙ্গ সংগঠন ছাড়া বাকি সব ভুঁইফোড় ব্যবসা প্রতিষ্ঠান। তিনি আরো বলেছেন, ‘এখন অনেকে বঙ্গবন্ধুকে বিক্রি করে খায়। আবার কেউ পীর সাহেবকে বিক্রি করে খায়। প্রজন্মলীগ, নৌকার নতুন প্রজন্ম এসব কিছু লোকের ব্যবসা।’ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ীও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যা সাতটি। এগুলো হলো- মহিলা আওয়ামী লীগ, যুবলীগ. কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ ও যুব মহিলা লীগ। এছাড়া ছাত্রলীগ ভ্রাতৃপ্রতীম সংগঠন।
প্রশ্ন হচ্ছে শুধুমাত্র সাতটি অংগ সংগঠন বৈধ হলে অন্যসব দোকান সংগঠনগুলো কীভাবে টিকে আছে। তারা কীভাবে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম বিক্রি করছে। তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেই বা কারা। তাহলে কী আওয়ামী লীগ এসব দোকান/ ভুইফোড় সংগঠন বন্ধ করতে ব্যর্থ। তবে কী এরা বিএনপির হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে। নাকি আওয়ামী লীগের পদবঞ্চিতরা এসব সংগঠন চালাচ্ছেন। ইনু সাহেবকে বলবো-আওয়ামী লীগ সরকার কী এসব ভুইফোড় সংগঠন বন্ধ করতে পারছেনা। নাকি এরা জামায়াত-শিবিরের চেয়েও শক্তিশালী।
পত্রিকা খুললেই খবর আসে যুবলীগের টেন্ডারবাজি, ছাত্রলীগের হানাহানি। কিন্তু ছিনতাইবাজি পর্যন্ত পৌছে গেছে তরুণ লীগ, প্রচার লীগ, প্রজন্ম লীগরা। যদিও ইনু সাহেব আওয়ামী লীগ করেন না। তবে আওয়ামী লীগের মধ্যে মিশে গেছেন। তাকে বলব-প্রধানমন্ত্রীকে বলে এগুলো বন্ধ করুন। নয়তো একদিন এরা আওয়ামী লীগকে ঠিকই গিলে খাবে।
গণমাধ্যমে খবর এসেছে রাজধানীজুড়ে-আওয়ামী তরুণ লীগ, হারবাল লীগ, দেশীয় চিকিৎসক লীগ, বঙ্গবন্ধু হোমিওপ্যাথি লীগ, প্রচার ও প্রকাশনা লীগ, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ, নৌকার মাঝি শ্রমিক লীগ, হোটেল শ্রমিক লীগ, আওয়ামী হকার্স লীগ, আওয়ামী ছিন্নমূল হকার্স লীগ, ুদ্র ব্যবসায়ী লীগ, বাস্তুহারা লীগ, সৈনিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, আওয়ামী সৈনিক প্লাটুন, আওয়ামী মোটরচালক লীগ, মোটর শ্রমিক লীগ, রিকশা মালিক লীগ, বঙ্গবন্ধু লেখক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু গণতান্ত্রিক লীগ উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন দিবস উপলে বঙ্গমাতা, জননেত্রী, দেশরতœ, শেখ রাসেল, শেখ কামাল, জয়বাংলা, চেতনা, স্মৃতি, ডিজিটাল, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ শব্দ এবং মতাসীন দলের নাম ব্যবহার করে সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার সেঁটে নিজেদের অস্তিত্ব জানান দেয় শতাধিক সংগঠন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.