নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিক পৃথিবীর জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না

মানবতার জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না › বিস্তারিত পোস্টঃ

সেলফির রাজনীতিতে ইশরাকের উত্থান টিকবে তো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৬


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক নির্বাচনে হেরে যান বিএনপি দলীয় প্রার্থী ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন। বয়সের ওজনে পিছিয়ে থাকা প্রকৌশলী ইশরাকের গভীর রাতের পরাজয়ে তার ভবিষ্যত নিয়ে সংশয়ের অন্ত ছিলনা। এক ঝলক মুচকি হেসে বাহাসে মত্ত ছিলেন বিএনপির পদ আর মার্কা প্রত্যাশী মহানগর নেতারাও। উত্তরাধিকার সুত্রের রাজনীতি টিকবে তো?

বিএনপি কী আওয়ামী লীগ যেন বাংলাদেশের আধুনিক গণতন্ত্রে পরিবারতন্ত্র অত্যাধুনিক পন্থায় চলছে। দাদা ছিলেন মন্ত্রী, বাবা এমপি,তার ছেলে প্রভাবশালী রাজনীতিবিদ। বংশানুক্রমিক এই রাজনীতির খেলে পিছিয়ে নেই প্রয়াত এরশাদ কাকুর জাতীয় (যা তা) পার্টিও। কেন্দ্র থেকে গ্রামের মেম্বার হতে গেলেও এখন পরিবারতন্ত্র বা টাকার খেল চলছে। এই অবস্থায় ইশরাক পিছিয়ে থাকবে কেন?

যাক আসল কথায় আসি। গণতন্ত্র আর উন্নয়নতন্ত্রের জোয়ারে আওয়ামী লীগ তিন টার্মে ক্ষেমতায়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই প্রগাঢ় শক্তির সামনের দিনগুলো আরও উজ্জ্বল। উন্নয়নের টানে মানুষের গান আওয়ামী লীগের দিকে। কতিপয় নেতাকর্মীরাও মনে করছে তাদের ক্ষমতার শেষ নেই । এই অবস্থায় মাঠের রাজনীতিতে ন্যুব্জ প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি।


বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা মাঠে চাচ্ছেন না বা পারছেন না। অনেকেই বলছেন, মাথার ওপর তাদের ঝুলছে শতাধিক মামলা। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে বছর শেষ। ব্যবসায়ী নেতারা লুজার, বেসরকারি চাকরিজীবি পেটের ধান্ধায়। সাধারণ শ্রেণী আতঙ্কে। যাদের বুকের পাটা আছে তারাও গুমাতঙ্কে। যেন আতঙ্ক, উপাতঙ্কের রাজনৈতকৈ ছায়া ভর করছে সাবেক এই ক্ষমতাসীন দলটিতে।

যে কারনে হরতালে মাঠ দখলে থাকে পুলিশ, কেঁচিগেট পেরেয়ে শ'খানেক লোকবল নিয়ে মশাল মিছিল করতে হয় আবাসিক নেতা রুহুল কবির রিজভীকে।

এক শ্রেণীর নেতাকর্মী পাড়া-মহল্লা কিংবা পরিস্থিতি বুঝে বাড়ির ছাদের ওপর উঠে সেলফি তুলে তার ফেসবুক আপলোডের মাধ্যমে দলীয় কর্মসূচি পালনে ব্যস্ত। ফুলেফাঁপা ব্যববসায়ী কাম নেতারা সেফ হোমে আপনে বাঁচি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরাজিত আরেক পরিবারতান্ত্রিক প্রার্থী তাবিথ আউয়াল উধাও। তবে নতুন এক নেতৃত্বের বলয় দেখালেন ইশরাক হোসেন। পুলিশের সঙ্গে লড়ে শেষ রক্ষার চেষ্টা করছেন প্রেসক্লাব এলাকায়। যেমনটি খুব কাছাকাছি সময়ে দুর্লব। তবে ইশরাক কি একাকী পারবেন এই প্রত্যয় ধরে রাখতে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.