নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিক পৃথিবীর জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না

মানবতার জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না › বিস্তারিত পোস্টঃ

দিনকানা রোগী বাড়ছে, চিকিৎসা দেবে কে?

২১ শে মে, ২০২২ রাত ১১:৫৪

নরসিংদী রেল স্টেশনে আধুনিক পোষাক পরা এক মেয়েকে হেনস্তা করে 'প্রতিবাদী' যুবক। পশ্চিমা সংস্কৃতিতে লাজ-লজ্জা খেয়ে যুবতী কন্যা স্কার্ট পরে জনসমাগম স্থানে ঘুরছে। মুসলিম দেশ, এদের কী মা-বাপ নাই!

গণমাধ্যমে এসব নিয়ে টিআরপি বাড়ানোর উর্বর মৌসুম, সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ হৈ। রাষ্ট্র যখন বিশ্ববাজারে লিঙ্গ সমতা বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে তখন দিনকানা মানুষগুলোর কাছে হিজাব পরিধান করাটাই যেন শালীনতার দর্পন। অথচ হিন্দুধর্মালম্বী আধিক্য প্রতিবেশী দেশ ভারতে স্থানীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের রীতি অনুযায়ী হিজাবের বিরুদ্ধে গেলে সেখানে বাংলাদেশীরা মানবাধিকার খুঁজে বেড়াই।

আসলে সমস্যাটা কোথায় ধর্মে নাকি মানসিকতায়, নাকি এরা দিনকানা?

একজন নারী কী পুরুষ হিজাব, লুঙ্গি, স্কার্ট, পাঞ্জাবি, পায়জামা, ধুতি, জিন্স, টি-শার্ট নাকি কাবুলিওয়ালার পোষাক পরবেন সেটা তার স্বাচ্ছন্দের ওপর নির্ভর করে। উপমহাদেশে সাধারণত কোন নারীই শালীনতার বাইরে যাননা। আপনি কতটুকু পোশাক শালীন হিসেবে মেনে নিবেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার।

আপনি এটাকে আইনগত বা সামাজিক অপরাধ মনে করলে আইনগত ব্যবস্থা নেয়ার অভিযোগও রয়েছে। তাই বলে একটি অশ্লীলতার অজুহাতে অশ্লীল বাক্য প্রয়োগ করতে পারেন, শারীরিকভাবে হেনস্তা করা বর্বর আচরণ করা যায়, এটাই আপনার সভ্য সমাজের বাবা-মা শিক্ষা দিয়েছেন?

তবে আশার খবর হলো- নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় হামলাকারী যুবক ইসমাইল ইসলামকে (৩৫) আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। দিনকানা এমন রোগীদের চিকিৎসা দেয়ার মালিক রাষ্ট্র। তাই নরসিংদীর মতো তড়িৎ ব্যবস্থা নেয়া হোক সমগ্র দেশে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২২ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:


এসব ইসমাইলরা ঠিক হয়ে যাবে, নতুন জেনারেশনের মেয়েরা চাকুরী বাকুরী করছে, এরা একেবারেই অসহায় নন।

২২ শে মে, ২০২২ রাত ১২:০৫

বোবাকান্না বলেছেন: মেয়েরা এখন পড়াশোনায়ও এগিয়ে

২| ২২ শে মে, ২০২২ রাত ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:

সমাজে একাংশে পচঁন ধরেছে, ঐখান থেকেই গন্ধ আসে।

২২ শে মে, ২০২২ রাত ১২:০৫

বোবাকান্না বলেছেন: দ্রুত মলম দিতে হবে

৩| ২২ শে মে, ২০২২ রাত ১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাবলিক নুইসেন্স বলে একটা
কথা প্রচলিত আছে।
মন চাইলেই কেউ তা
ভংগ করতে পারেনা।
ঘরে চার দেয়ালের
মাঝে যার অনুমতি
আছে পাবলিক প্লেস
তা অনুমোদিত নয়।
স্পনার টাকা আপনি
ছিড়তে বা পোড়াতে
পারেন না। এটা দন্ডনীয়
অপরাধ। তবে সাজা দেবার
মালিক সরকার, আমি, আপনি
নই। আইন নিজের হাতে নেয়া
যাবে না।

৪| ২২ শে মে, ২০২২ সকাল ৯:০১

বিটপি বলেছেন: যুবতী কন্যার স্কার্ট পড়ায় সমস্যা থাকলে তো এই যুবকের লুঙ্গি পড়াতেও একই সমস্যা দেখা দেবার কথা। লুঙ্গির সাথে যে গেঞ্জিটা পড়েছে, সেটাতেও বলতে গেলে পুরো হাত বেড়িয়ে আছে। এই যুবকের পোশাক নিয়ে কেউ কোন আপত্তি করেনি কেন?

৫| ২২ শে মে, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: হেতেরে হিডাইয়া হাড্ডি গুড্ডি বেজ্ঞুন বাঙ্গি দেওয়া দরকার :P

৬| ২২ শে মে, ২০২২ সকাল ১০:৪৫

রানার ব্লগ বলেছেন: ব্যাপারটা এমন দাড়িয়েছে আমার পোষাক আমার স্বাধীনতা , আমি হিজাব পরবো তুই কেনো জিন্স টপস পরবি ?

৭| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাবলিক নুইসেন্স বলে একটা
কথা প্রচলিত আছে।
মন চাইলেই কেউ তা
ভংগ করতে পারেনা।
ঘরে চার দেয়ালের
মাঝে যার অনুমতি
আছে পাবলিক প্লেস
তা অনুমোদিত নয়।
স্পনার টাকা আপনি
ছিড়তে বা পোড়াতে
পারেন না। এটা দন্ডনীয়
অপরাধ। তবে সাজা দেবার
মালিক সরকার, আমি, আপনি
নই। আইন নিজের হাতে নেয়া
যাবে না।


গেন্জি পড়া পড়া পাবলিক নইসেন্স হলে তো সমস্য।

তাহলে আপনিও কি কোন মেয়ে গেন্জি আর স্কাট পড়া মেয়ে কে এমন ভাবে ব্যবহার করা সমর্থন করেন?

৮| ২২ শে মে, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ধর্মের কারনেই পোশাক নিয়ে আজকের আধুনিক বিশ্বে এই সমস্যা হচ্ছে।

৯| ২২ শে মে, ২০২২ দুপুর ২:২১

প্রতিদিন বাংলা বলেছেন: শালীনতার সংজ্ঞা যে যার মতো দিলে হবেনা
স্থান কাল পাত্র ভেদে পোশাকের ব্যবহার উত্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.