নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ছেলে হাঁটছে একা ঝর্না ধোয়া হালকা রোদে

কিছুই লিখতে পারিনা। পুরাই বকলম বলতে পারেন। শুধু পোস্ট পড়তে আসি। সামুতে ঢুকলে যে কিভাবে সময় পার হয়ে যায়। সবাই এত ভাল লিখে দেখে মনে হয়, আহা আমিও যদি এদের মত লিখতে পারতাম

দুরন্ত ছেলে

পৃথিবীতে যদি পুরস্কার দেয়ার জন্য "শ্রেষ্ঠ মা" ক্যাটাগরি থাকতো তাহলে সব মা ই ঐ পুরস্কারটি পেতো। কারন কুসন্তান হয় অনেক, কুমাতা হয়না একটাও!!

দুরন্ত ছেলে › বিস্তারিত পোস্টঃ

একটি বিএনপি ও জামাতিয় কৌতুক; জামাতপ্রেমিরা না আসলেই ভালো

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

জামাতে ইসলামী, বিএনপি আর ঐক্যজোটের তিন র্কমী মদ্যপান করা অবস্থায় সৌদী আরবে ধরা পরে। সৌদী আরবে যেহেতু প্রকাশ্যে মদ্যপানের অপরাধ অত্যন্ত গুরুতর, তাই সেখানে এর শাস্তি হচ্ছে চাবুকের বিশ দোররা বাড়ি। আরবের শেখ যখন এই তিন কর্মীকে শাস্তির জন্য ব্যবস্থা নিচ্ছিলেন তখন শেখ বললেন, “আজ আমার প্রথম বউয়ের জন্মদিন, তাই আমি তোমাদের প্রত্যকেকে চাবুক মারার আগে একটা করে আর্জি জানাবার অনুমতি দিলাম এবং তোমাদরে আর্জি মঞ্জুর করা হবে।”



লাইনের প্রথমে দাঁড়ানো ঐক্যজোটের কর্মী বলল, “শেখ তুমি যদি চাবুক মারার আগে পিঠের সাথে একটা বালিশ বেঁধে দিতে।” তার আর্জি মোতাবকে বালিশ বেঁধে চাবুক মারা শুরু হলো। বালিশ চাবুকের বাড়ি ১০ টা র্পযন্ত নিল, তারপর বালিশ গেল ফেটে। ব্যথায় কুঁচকে রক্তাত্ব অবস্থায় তাকে সরানো হলো বিশ দোররার পর।



এর পরে লাইনে ছিল বিএনপির র্কমী। সে ঐক্যজোটের কর্মীর বেহাল অবস্থা দেখে আর্জি জানালো দুটো বালিশ বাঁধার। তার আর্জি মোতাবকে ২টা বালিশ বেঁধে চাবুক মারা শুরু হলো। বালিশ চাবুকের বাড়ি ১৫ টা র্পযন্ত নিতে পারল, তার পর বালিশ গেল ফেটে। ব্যথায় কুঁচকে গোঙ্গানো অবস্থায় বিএনপি'র র্কমীকে সরানো হলো বিশ দোররার পর।



সবার শেষে লাইনে ছিল জামাত কর্মী। সে কোন কিছু বলার আগেই শেখ জামাত র্কমীকে বলল, “তুমি হচ্ছো গোলাম আযমের দলের লোক। তাই তুমি ২টা আর্জি রাখতে পার”। জামাতী কর্মী খুশীতে গদগদ হয়ে বলল, “হুযুর, আমি নাদানের মতো কাজ করেছি, তাই তুমি আমাকে চাবুকের ২০ দোররা না, ১০০ দোররা মার।” শেখের চোখ আনন্দে জ্বলজল করে উঠল। বলল, “তার পরের আর্জি?” জামাত কর্মী ব্যথায় কুঁকড়ানো বিএনপি কর্মীকে আঙ্গুলের ইশারায় দেখিয়ে বলল, “বালিশ টালিশ না, তুমি ঐ ব্যাটারে (বিএনপি’র কর্মী) আমার পিঠের পেছনে বাইন্ধা দাও।”



আপছুছ বিএনপি এহনো জামাতরে চিনলো না। জামাতরে যত তাড়াতাড়ি ছাড়ব বিএনপির লাইগা ততই মঙ্গল!!! বিএনপি বুঝবে কবে



http://www.facebook.com/Bappi.m

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

কালো স্বপ্ন বলেছেন: :D :D :D

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

দুরন্ত ছেলে বলেছেন: ;) ;)

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

তাওহীদ বলেছেন: হা হা হা হা হা

হাসি মুখে ঘুমাতে চললাম...

হা হা হা হা

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

দুরন্ত ছেলে বলেছেন: শুভ রাত্রি

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

রোদন রহমান বলেছেন: পত্তুম পিলাচ .. :-B

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

দুরন্ত ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: আচ্ছা বহুত
সাচ্ছা কথা =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

দুরন্ত ছেলে বলেছেন: হে হে ধইন্না ;)

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

পথ-হারা এক পথিক বলেছেন: ;) ;) ;)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

দুরন্ত ছেলে বলেছেন: :P :P :-/ B-)

৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

বিডি আমিনুর বলেছেন: B-) B-) B-)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:০০

দুরন্ত ছেলে বলেছেন: :-0 B:-/ :-B =p~

৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: হাচা কতা :D

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৬

দুরন্ত ছেলে বলেছেন: একদম :P

৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬

একাকী বাংলাদেশি বলেছেন: ভাই বিএনপি তো জামাত রে ছাড়তেই চায়। কিন্তু রাজনীতি হইল নোংরা এক খেলা যেখানে কোন রেফারী নাই। সো নিজের গোল নিজেরেই দেওয়া লাগে। এটাই হলো প্রবলেম।আপনি তো দেখছেন গত চার বৎসর কেমনে সরকার বিএনপি-রে টাইট দিয়ে রাখছে একের পর এক মামলা হামলা সব দিয়ে। তার মধ্যে মিডিয়া ফিল্ডে তো কোন প্রভাবই নাই।এইভাবে কি একটা দল চলতে পারে।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

দুরন্ত ছেলে বলেছেন: এই বিরোধীদলীয় টার্মে বিএনপির খারাপ বলতে একটাই। জামাতকে না ছাড়তে পাড়া, ধন্যবাদ ভাই

৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪১

পিচ্চি পোলা বলেছেন: B-)) B-)) B-))

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

দুরন্ত ছেলে বলেছেন: :P :P :P

১০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

উৎস১৯৮৯ বলেছেন: ফেসবুকে দিলাম। =p~ =p~ =p~ ++++++++

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১০

দুরন্ত ছেলে বলেছেন: অবশ্যই দিবেন! তবে নিচে আমার নামটা দিলে ভালো হতো

ধন্যবাদ আপনাকে

১১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

হাফিজুর রহমান মিতু বলেছেন: ভাল লেখছেন ভাই । তবে নিজামী খালেদা একই সুতায় বাধা । কেউ কাউকে ছাড়তে পারবেনা । ফেজবুকে দিলাম লেখাটি । চালিয়ে যান ।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২

দুরন্ত ছেলে বলেছেন: আমার লিখা আরও অনেকে দেখতে পাবে এটা আমার জন্য একটা বড় ব্যাপার। সাথে নামটা থাকলে আরও বড় ব্যাপার :প
আপনাকে ধন্যবাদ

১২| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

কাঠুরে বলেছেন: কৌতুক বালা অইচে। B-)

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

দুরন্ত ছেলে বলেছেন: ঠিক মতো হাসছেন? :প

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

আমি মেহমান বলেছেন: বেশ! খুব ভালোই লাগলো।
তা, গল্পের আগের অংশটা বাদ দিলেন কেন? মদ পানের আগে না তারা জ্বিনা করেছিল আর তাদের সাথে ছিল 'বাল'!

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

দুরন্ত ছেলে বলেছেন: আগের অংশ টা জেনে রাখলাম
ধন্যবাদ আপনাকে

১৪| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P:P:Pহাসতেই আছি

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

দুরন্ত ছেলে বলেছেন: হাসতেই থাকেন :P হাসিখুশি তে ভরে যাক সবার জীবন

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

লেখোয়াড় বলেছেন:
++++++++++

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

দুরন্ত ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

মাথামোটা বাবু বলেছেন: সাচ্ছা কথা =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

দুরন্ত ছেলে বলেছেন: :P :P

১৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

যোগী বলেছেন: হা হা হা জোট্টিল, এক্কেবারে রিয়াল লাইফ জোক =p~ =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

দুরন্ত ছেলে বলেছেন: আমি জোকের মাধ্যমে একটা মেসেজ দিতে চাইসি এটুকুই

১৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

খাািলদ বলেছেন: জটিল লাগছে.......................... :) :) :) :)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

দুরন্ত ছেলে বলেছেন: আমি তো সহজ করে লিখার ট্রাই করসি :/

ধন্যবাদ

১৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

ভিটামিন সি বলেছেন: লিখেছেন ভালোই। পর্ব ২ এ হবে আবাল ও তার শরীক (ওয়ার্কাস, ইনুগ্রুপ আর আবাল) গ্রুপের তিনজন গিয়েছিল ও খানে। গিয়ে তারা ধরা পড়ল এক ফিলিপিনো কাজের মেয়ের সাথে যৌনক্রিয়ার সময় ধরা পড়ে। ..............

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

দুরন্ত ছেলে বলেছেন: রের পর্ব নিয়ে ভাবতেসি। একটু সময় দেন! আপনাকে ধন্যবাদ

২০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

শিপু ভাই বলেছেন:
গুড গুড!!!

+++++++++++ মজা পাইছি!!!

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

দুরন্ত ছেলে বলেছেন: আপনারা মজা পাইলেই আমি মজা পাই

অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.