![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাঃ শুধুই আমি
লেখাঃ আকরাম এইচ রাফি
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমি সত্য, আমি পাথর,
আমি দেবতার মতো শান্ত,
আমি প্রকৃতির মতো কঠোর।
আমি ক্লান্ত, আমি শ্রান্ত,
আমি পৃথিবীর দুই প্রান্ত,
আমি সূর্যের মতো প্রখর।
আমি সুখ, আমি শান্তি,
আমি চলনার সব ভ্রান্তি,
আমি মেঘ, আমি আকাশ,
জ্যোৎনাস্নাত রাতে আমি
শান্ত বাতাস।
আমি হিমালয়, আমি রাত্রি,
আমি দুর্গম পথের যাত্রী,
আমি আশা, আমি নিরাশা,
আমি শুভ্র দিনেও হতাশা,
আমি আহ্নিক, আমি বার্ষিক,
আমি যুদ্ধে পরাজীত সৈনিক,
আমি শেষ মূহুর্তের আশা।
আমি ভালোবাসা, আমি ঘৃণা,
আমি গোধূলী বেলার বীণা,
আমি আপন, আমি পর,
আমি তুফানে ভাঙা ঘর,
আমিই সেই আত্মভোলা।
আমি নীল, আমি সবুজ,
আমি সব বুঝেও কেন অবুজ?
আমি উষার সোনালী স্বপ্ন,
আমি কলম, আমি অস্ত্র,
আমি পৃথিবী জয়ের সাস্ত্র,
অপরাধী হয়েও আজ
নিরঃঅপরাধ আমি!
হুম আমি, শুধুই আমি।
১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০০
আকরাম এইচ রাফি বলেছেন: আগে তো আমার
আমিকে ভালো
করে চিনে নিই।
পরে অন্য কিছু ভাবা যাবে।।।
২| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৫
আকরাম এইচ রাফি বলেছেন: আগে তো আমার আমিকে ভালো করে চিনে নিই। পরে অন্য কিছু ভাবা যাবে।।।
৩| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
চিক্কুর বলেছেন: সুন্দর!
১৩ ই মে, ২০১৬ দুপুর ১:৪২
আকরাম এইচ রাফি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
শুধু আমি হলে কি আর হয়
সঙ্গে আরো কিছু থাকতে হয় রাখতে হয়