নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্তপনা

শহীদুল ইসলাম

পেশা সাংবাদিকতা, শখের বশে লেখালেখি, এক বিশ্ব পর্যটক।

শহীদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শহীদুল ইসলামের ভালবাসা দিবসের কবিতা ‘প্রিয়তমা’

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

প্রিয়তমা
শহীদুল ইসলাম

প্রিয়তমা, তোমার লেখা চিঠিগুলো এখনো ধ্বংস করিনি,
নীল খামে পুড়ে গুছিয়ে রেখেছি সযতনে। ছয়টি বসন্ত
পেরিয়ে গেছে, তবু পংক্তিগুলো আজো দীপ্যমান কাব্য
হয়ে আছে, মুছে যায়নি একটি বর্ণমালাও। ৩৬ বসন্ত
পেরিয়ে যাবে, তবুও বিবর্ণ হতে দেব না, কাগজের
ভাজে অরিগামী হয়ে ওঠা তোমার স্পর্শগুলো।

প্রিয়তমা, খুব জানতে ইচ্ছা হয়- এই বসন্তে তুমি কী
হলুদ রঙে সেজেছিলে? নাকি অস্তাচলে ন্যুয়ে পড়েছিল
তোমার কুসুমাত্তীর্ণ হৃদয়। মনে পড়ে- কোনো এক ফাগুনে
ব্রহ্মপুত্রের বুকে পালতোলা নৌকার দোলা, বিরিশিরির
শেষ বিকেল, পানির কলতান অথবা পাখিদের কলরব?

প্রিয়তমা, শুনেছি- তুমি দশদিগন্তে ছুটে চলো, সাগরে
ভাসাও ভেলা। তবু মেঘেদের কান্না তোমায় স্পর্শ
করে না। অট্টালিকা সমান উঁচুতে দাঁড়িয়ে আকাশ
ছুঁতে চাও, তবু ঝোড়ো হাওয়ায় বিচলিত হও না
এতটুকু। তোমার এই অন্তহীন বদলে যাওয়া, আর
চারদিকে তোমার জয়গান। ৩৬ বসন্ত পেরিয়ে যাবে,
তবু নিশ্চিহ্ন হতে দেবনা, তোমার বিজড়িত ভালবাসা,
হে প্রিয়তমা।
-
ফেব্রুয়ারি ১৪, ২০১৮
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো, ভালবাসা দিবসের শুভেচ্ছা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: নষ্ট্যালজিক, তবে পুরোনো চিঠিকে নীল খামে যতন করাটা কিন্তু বিপদ জনক হতে পারে।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.