![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরাণের গহীনে
শহীদুল ইসলাম
অনেক আয়োজন করে আজ তোমায়
অবজ্ঞা করতে চেয়েছিলাম, পারিনি।
সাড়ম্বরে আজ তোমায় বিসর্জন দিতে
গিয়েও হেরেছি নিজের কাছে।
পরাণের গহীনে তীব্র প্রেম অনুসৃত হলো,
যখন খুঁজে পেলাম তোমার অস্তিত্ব।
হাত বাড়িয়ে তোমায় ছুঁয়ে দেই গভীরে! তবু
অন্ধকার প্রকোষ্ঠে তুমি ঠায় দাঁড়িয়ে রইলে।
আলো-আধারের খেলায় উন্মত্ত এখন তুমি
বিষাদের আস্বাদে অবলম্বন খোঁজো। তবু
চিরচেনা আমার শহরে ফিরে যেতে আজ
এত কুণ্ঠাবোধ কেন তোমার?
অনেক শুশ্রুষায় সেদিন তোমাকে পূর্ণতায়
ভরিয়ে দিতে চেয়েছিলাম, পারিনি।
সম্ভ্রমজাগা সন্ধ্যায় তোমার আলতামাখা
পায়ে নূপুরও পরাতে চেয়েছিলাম, পারিনি।
অথচ প্রকৃতিকে অবজ্ঞা করে অপবিত্র রেখা
টেনে আজ কেন অবিদ্যায় সিক্ত হলে?
কোনো প্রত্যুত্তর নেই তোমার কাছে জানি,
সেই অন্ধকার প্রকোষ্ঠে ঠায় দাড়িয়ে রইলে!
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

আসলে কেন গুলো কবিতা হয়ে ওঠে। সব গুলো না হলেও অনেকগুলো হয়ে ওঠে ।